• facebook
  • twitter
Friday, 14 March, 2025

সায়ন্তনের থ্রিলার ‘অশনি’

বড় পর্দা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম উভয়ের জন্যই মনোগ্রাহী কন্টেন্ট তৈরির জন্য একাধিকবার প্রশংসিত হয়েছেন এই তরুণ নির্দেশক।

আরও একবার পর্দায় জোট বাঁধছেন নির্দেশক সায়ন্তন ঘোষাল ও অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ‘বিজয়া’-র সাফল্যের পরে এবার উত্তেজনায় টানটান, আবেগ আর অপরাধ কাহিনীর মোড়কে মোড়া একটি থ্রিলার উপহার দিতে প্রস্তুত তাঁরা।

বড় পর্দা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম উভয়ের জন্যই মনোগ্রাহী কন্টেন্ট তৈরির জন্য একাধিকবার প্রশংসিত হয়েছেন এই তরুণ নির্দেশক। তাঁর গল্প বলার নিজস্ব একটি ধরন আছে। যদিও এখনও শিরোনামহীন, কিন্তু তাঁর আশা এই বাংলা থ্রিলারটিও, দর্শকদের মন কেড়ে নেবে।

বর্তমানে ছবিটি প্রায় শেষের পথে। মাত্র তিন দিনের শুটিং বাকি, যা এই মাসের শেষের দিকে সম্পূর্ণ হবে। নির্মাতারা এই বছরের দ্বিতীয়ার্ধে এটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সিদ্ধান্ত নিয়েছেন। বেঁচে থাকা এবং বিশ্বাসঘাতকতার মধ্যে নিহিত রয়েছে এই ছবির গল্প।

কলকাতার প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্র পূর্বা (স্বস্তিকা মুখার্জি অভিনীত) নামের এক মহিলাকে ঘিরে থ্রিলারটি এগিয়ে চলে। তাঁর এক ভয়ঙ্কর অতীত রয়েছে। নিজে শূন্য থেকে জীবন গড়ে তুলেছেন কিন্তু তাঁর মেয়েকে সেই অন্ধকার থেকে রক্ষা করেছেন, যার তিনি একসময়ের সাক্ষী। এক নিষ্ঠুর ষড়যন্ত্রের মুখে হয়তো মানুষকে কখনও কখনও পড়তে হয়। একটি অতীত- যা থেকে তিনি মনে করেছিলেন তিনি পরিত্রাণ পেয়েছেন, তা মোটেই হয় না। বেঁচে থাকা, ন্যায়বিচার, এবং মুক্তির জন্য মরিয়া লড়াইয়ের শেষ পর্যন্ত কী পরিণতি হয়- সেটাই দেখা যাবে পর্দায়।

চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ডা. কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। ছবিতে আরও আছেন অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, সত্যম ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার এবং অন্যান্যরা। ছবির প্রযোজক সব্যসাচী উপাধ্যায়।