• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

ফের রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে, প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কা ইঞ্জিনের

ফের রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে। কোচবিহার জেলার বামনহাট স্টেশনে মঙ্গলবার সকালে একটি প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন।

ফাইল ছবি

ফের রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে। কোচবিহার জেলার বামনহাট স্টেশনে মঙ্গলবার সকালে একটি প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন। এর ফলে বেশ কয়েকজন যাত্রী আহত হন। এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ইঞ্জিন ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন। প্যাসেঞ্জার ট্রেনের শেষ বগিটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের পদস্থ কর্তারা। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, ১৫৪৬৮ শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিনটির দিক পরিবর্তন করার সময়ে এই দুর্ঘটনা ঘটে। আচমকা ইঞ্জিনটি সজোরে ধাক্কা দেয় প্যাসেঞ্জার ট্রেনটিতে। এর ফলে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে থাকা যাত্রীরা আহত হন। দুই শিশু-সহ মোট চারজন যাত্রী আহত হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় রেল পুলিশ। স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, কারও আঘাতই খুব একটা গুরুতর নয়। সূত্রের খবর, ইঞ্জিনের দিক পরিবর্তন প্রতিদিনই করা হয়ে থাকে। এজন্য প্রশিক্ষিত রেলকর্মীও রয়েছে। তা সত্ত্বেও কী কারণে ইঞ্জিনটি নিয়ন্ত্রণ হারাল? তা নিয়ে উঠছে প্রশ্ন।