সিআইডির হাতে আবারও উঠে এলো বিপুল অঙ্কের জাল নোট। উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকার জাল নোট। জাল নোটসহ মধ্যমগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা এক প্রৌঢ়কে।
সিআইডি সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে রাজ্য সিআইডির স্পেশাল অপারেশন টিম অভিযান চালায় মধ্যমগ্রাম থানা এলাকায়। সেখান থেকেই উদ্ধার করা হয় ৩ লক্ষ ৯৭ হাজার টাকার জাল নোট। জাল নোটের সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় রতন সরকার (৫০) নামে মালদহের বৈষ্ণবনগরের এক প্রৌঢ়কে। সূত্রের খবর, ধৃত নিজের সঙ্গে করেই নিয়ে এসেছিল এই বিপুল পরিমাণ জাল নোট। জাল নোটের চক্রের সঙ্গে কোনওভাবে বাংলাদেশের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। একই সঙ্গে চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।