• facebook
  • twitter
Sunday, 16 March, 2025

লিটল ম্যাগাজিন: আলোচনায় বর্তমান প্রেক্ষিত

এই বিষয়ে সেমিনার হল অথ পথ সাহিত্যগোষ্ঠীর পক্ষ থেকে২১ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টা অবনীন্দ্র সভাঘরে।

এই বিষয়ে সেমিনার হল অথ পথ সাহিত্যগোষ্ঠীর পক্ষ থেকে ২১ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টা অবনীন্দ্র সভাঘরে।
নির্ধারিত বক্তা হিসাবে আলোচনায় ছিলেন চিরঞ্জীব শূর, সম্পাদক, আলোচনাচক্র পত্রিকা ও সভাপতি, কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র; জয়া মিত্র, সম্পাদক, ভূমধ্যসাগর পত্রিকা, সাহিত্যিক ও সমাজকর্মী; অনাদিরঞ্জন বিশ্বাস, সম্পাদক, বাকপ্রতিমা পত্রিকা (আন্দামান) ও বহির্বঙ্গে বাংলা লিটল ম্যাগাজিনের চর্চা ও প্রসারের একনিষ্ঠ কর্মী; পার্থপ্রিয় বসু, সম্পাদক, চিত্রক, কবি ও প্রাবন্ধিক; শক্তিরঞ্জন সামন্ত, সম্পাদক, সবুজ কথা; বাপ্পাদিত্য জানা, সম্পাদক, তবুও দৃষ্টান্ত এবং পাপিয়া ঘোষাল, সম্পাদক ও প্রকাশক, দি লন্ডন মিসেল্যানি(ইংল্যান্ড)। মডারেটর ছিলেন বরেন্দু মণ্ডল, লিটল ম্যাগাজিন-গবেষক ও অধ্যাপক এবং হরিসাধন চন্দ্র, সম্পাদক অথ পথ সাহিত্যপত্র। এরপর ছিল নির্ধারিত বক্তা ও শ্রোতৃমণ্ডলীর প্রশ্নোত্তর ও মতবিনিময়। সভাপতি স্বরূপ মণ্ডলের প্রারম্ভিক ভাষণে সভা শুরু হয়। উদ্বোধন করেন সহসভাপতি প্রবাল গোস্বামী। পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদকমণ্ডলীর সদস্য ও কোষাধ্যক্ষ সুকুমার গরাণী। প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে কো-অর্ডিনেটর ছিলেন অথ পথ সাহিত্যপত্রের সুকুমার গরাণী, রেবা সরকার, অলক্তা মাইতি ও দেবশ্রী দে (সহসম্পাদক / সম্পাদকমণ্ডলীর সদস্য)। শ্রোতাদের মধ্য থেকে প্রশ্নকর্তা তথা মতপ্রকাশকারীদের মধ্যে ছিলেন দীপঙ্কর সেন, করবী মুখার্জি, সুদীপ ব্যানার্জি ও মেখলা রানী (মন মেখলার স্বপ্ন পত্রিকার সম্পাদক)।

আলোচনায় উপসংহারে যা উঠে এল, তা হল, লিটল ম্যাগাজিন হবেস্বল্প পুঁজির আপোষহীন মানবতার কাছে দায়বদ্ধ। অস্তিত্ব রক্ষার জন্যও আর্থিক সাহায্য নিতে গিয়ে কারও কাছে নতি স্বীকার করবে না। তাই লিটল ম্যাগাজিনের তর্জমা ‘ছোটো পত্রিকা’ না করে লিটল ম্যাগাজিন বলাই শ্রেয়। অনালোকিত ও স্বল্পালোকিত অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অনামা অথচ অভিনব মনন ও সৃজনশীলতার অধিকারী ও সম্ভাবনাময় লেখকদের পাঠকসমাজে আলোকিত করে তোলা লিটল ম্যাগাজিনের কর্তব্য। আর্থিক সংকটের মোকাবিলায় ও ছাপা পত্রিকার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিন সংস্করণেও এগোনো দরকার।

আলোচনা ও প্রশ্নোত্তরের লিখিত রূপ এবং আরও বিভিন্ন লেখকের লেখা নিয়ে এই বিষয়টিকে প্রচ্ছদ বিষয় করে একটি আকর স্থানীয় নথি হয়ে উঠবে এমন একটি সংখ্যার অভীষ্ট আছে অথ পথ—তাও ঘোষণা করেন হরিসাধন চন্দ্র।

News Hub