• facebook
  • twitter
Friday, 14 March, 2025

গুজরাটের স্কুলে ভুয়ো বোমাতঙ্ক

গুজরাটের পোরবন্দরে এক সেনা স্কুলে

ফাইল চিত্র

ফের স্কুলে বোমাতঙ্ক। এ বার গুজরাতের এক সেনা স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে বলে খবর। ইমেলে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে, ‘বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হবে।’ এহেন হুমকি ইমেল প্রকাশ্যে আসায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এই হুমকি মেল এসেছে গুজরাটের পোরবন্দরে এক সেনা স্কুলে। হুমকি মেল পাওয়ার পড়েই পুলিশকে বিষয়টি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসে পুলিশ বাহিনী ও বোম্ব স্কোয়াড। তড়িঘড়ি পড়ুয়াদের স্কুল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বোম্ব স্কোয়াডের উপস্থিতিতে স্কুলের বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়। কিন্তু সন্দেহজনক কিছু মেলেনি। পুলিশের প্রাথমিক অনুমান, ভুয়ো হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছিল। কে বা কারা বোমাতঙ্ক ছড়ানোর নেপথ্যে রয়েছেন, তা এখনও স্পষ্ট হয়নি।

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, এভাবে হুমকি ইমেলের মাধ্যমে অপরাধীরা স্কুলে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা যাঁরা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ। চলতি বছরে এই নিয়ে শুধু গুজরাতের দুই স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানোর ঘটনা ঘটেছে। জানুয়ারিতে গুজরাতের বরোদার এক স্কুলে একইভাবে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। যদিও তল্লাশি চালিয়ে সন্দেহজনক কোনও বস্তু মেলেনি।

অবশ্য দেশজুড়ে এহেন বোমাতঙ্কের ঘটনা নতুন কিছু নয়। গত বছর থেকে লাগাতার স্কুল, বিমান-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বারবার এমন হুমকি ফোন ও ইমেল এসেছে। পরে তল্লাশি চালানোর পর সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।