বছরের শুরু থেকেই উত্তপ্ত মালদহ। মাত্র বারো দিনের ব্যবধানে খুন হয়েছেন দুই তৃণমূল নেতা। এবার সেই মালদহ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হল দুই যুবক।
গোপন সূত্রে খবর পেয়ে গোপালগঞ্জের সাহিলাপুর এলাকায় অভিযান চালায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। সেই অভিযানেই অস্ত্র সহ গ্রেপ্তার করা হয় দুই যুবককে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল, দুটি কার্তুজ, একটি ম্যাগাজিন। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ১০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। জেলার দুই তৃণমূল নেতা খুনের সঙ্গে ধৃতদের কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি নিজের বাড়ির কাছেই খুন হন মালদহ জেলার তৃণমূল নেতা দুলাল সরকার। সেই ঘটনার বারো দিনের মাথায় খুন করা হয় আরও এক তৃণমূল নেতাকে। ফলে মালদহ পুলিশের উদাসীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।