• facebook
  • twitter
Friday, 24 January, 2025

নিউ জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি

বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে সরগরম নিউ জলপাইগুড়ি। গ্রেপ্তার এক বাংলাদেশি সহ দু'জন। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ির আমাইদিখি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রতীকী ছবি

বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে সরগরম নিউ জলপাইগুড়ি। গ্রেপ্তার এক বাংলাদেশি সহ দু’জন। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ির আমাইদিখি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম – আতাউর রহমান। আতাউর বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা। আতাউরের আত্মীয় ফেরদৌস আলমকেও গ্রেপ্তার করেছে পুলিশ। বিপুল অধিকারী নামে এক ব্যক্তি খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযোগ, হলদিবাড়ির বাসিন্দা বিপুলের সহযোগিতাতেই সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল আতাউর। একটি লাল রংয়ের গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বিপুলের সাহায্যে আতাউর ভারতে প্রবেশ করে। অপরদিকে, আতাউরকে নিয়ে যেতে কালিয়াগঞ্জ থেকে হলদিবাড়িতে এসে পৌঁছায় ফেরদৌস। এদিন সকালে চারচাকা গাড়িটিতে চেপে হলদিবাড়ি থেকে কালিয়াগঞ্জের উদ্দেশ্যে তিনজনে রওনা হয়। এই খবর আগেই পেয়ে যায় পুলিশ। আমাইদিখি এলাকায় গাড়িটিকে আটক করে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেই কথাবার্তায় অসঙ্গতি মেলায় আতাউর রহমান ও ফেরদৌস আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় বিপুল।

দিন কয়েক আগে হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল কয়েকজন বাংলাদেশি। তখন অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের অনুমান, অবৈধ অনুপ্রবেশের পিছনে একটি চক্র কাজ করছে।