অভিনেতা বিবেক ওবেরয় এবার সুনীল শেট্টি ও সুরজ পাঞ্চোলির সঙ্গে ‘কেশরী বীর : লেজেন্ড অফ সোমনাথ’ নামের একটি হিস্টোরিকাল ড্রামা জনরের ছবিতে অভিনয় করতে চলেছেন। ১৪০০ শতাব্দীতে আক্রমণকারীদের হাত থেকে সোমনাথ মন্দিরকে রক্ষা করার জন্য লড়াই করা এবং জীবন উৎসর্গ করা অজ্ঞাত পরিচয় যোদ্ধাদের এক অনুপ্রেরণামূলক গল্প নিয়ে তৈরি ছবিটি, ৬০ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে ।
ছবিটি চৌহান স্টুডিওর ব্যানারে প্রযোজনা করেছেন কানু চৌহান এবং পরিচালনা করেছেন প্রিন্স ধীমান। কানু বলেন যে, ১৪ শতকের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে বিবেক একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। তিনি তুঘলক রাজবংশের প্রধান সৈনিকের চরিত্রটি করেছেন, যিনি সোমনাথ মন্দির লুট করতে, মন্দিরগুলি ধ্বংস করতে এবং হিন্দুদের মুসলমান ধর্মে রূপান্তরিত করতে গুজরাটে আসেন।
ছবিটির বর্তমান স্টেটাস সম্পর্কে তিনি বলেন যে, প্রায় ১২০ দিনের শুটিং শেষ হয়েছে। এটি পোস্ট-প্রোডাকশন স্তরে রয়েছে, ভিএফএক্সের কাজ এবং অন্যান্য কাজগুলি চলছে। সুরজ পাঞ্চোলি ছবির নায়ক, অন্যদিকে সুনীল শেঠি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তিনি এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যিনি মন্দির বাঁচানোর জন্য যুদ্ধে অংশগ্রহণ করেন। জানা গেল শীঘ্রই প্রকাশ হবে ছবির পোস্টার।