‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক…’ কিন্তু পুরনোর মধ্যেই রয়েছে কোথাও নতুনের আহ্বান। এই গানের লাইনের ভেসে যাওয়া কথাটির সঙ্গেই রয়েছে জুড়ে থাকার কথা। সুমন ঘোষ পরিচালিত ছবি ‘পুরাতন’ মা আর মেয়ের গল্প বলে। যে-সম্পর্কের গল্পের মধ্যে রয়েছে নানান খুঁটিনাটি, চাওয়া পাওয়া, ভালোবাসা আর বিষাদের আশ্চর্য মেলবন্ধন। পুরনো ধ্যান-ধারণার মায়ের সঙ্গে আধুনিক মনস্ক মেয়ের টানাপোড়েনও উঠে এসেছে ছবিতে। মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত আর মায়ের ভূমিকায় আছেন শর্মিলা ঠাকুর।
১৪ বছর পর বাংলা ছবিতে আবার অভিনয় করছেন বাঙালির প্রিয় রিঙ্কুদি অর্থাৎ শর্মিলা ঠাকুর। ঋতুপর্ণার স্বামীর ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। এই ছবিরই টিজার মুক্তি পেল, রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে ‘দ্য স্টেসম্যান ভিন্টেজ কার র্যালি’র আসরে। লঞ্চে উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তথা স্টেটসম্যান পত্রিকার সম্পাদক রবীন্দ্র কুমার এবং স্টেটসম্যান গ্রুপের ডিরেক্টর বিনীত গুপ্ত। পুরাতন বা ভিন্টেজ গাড়ির সঙ্গে ঋতুপর্ণার এই ছবি যেন এক হয়ে গিয়েছিল। এইরকম একটা অনুষ্ঠানে নিজের ছবির টিজার লঞ্চ করতে পেরে নিজের খুশি চেপে রাখতে পারেননি টলি তারকা।
সুমন ঘোষের ‘পুরাতন’ ইতিমধ্যেই দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে। ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির সম্মান পেয়েছে এই ছবি। পাশাপাশি শর্মিলা ঠাকুর পেয়েছেন সেরা অভিনেত্রীর শিরোপা। অভিনেত্রীর তরফে পুরস্কার নেন তাঁর কন্যা সাবা আলি খান। একই মঞ্চে পুরস্কার গ্রহণ করেছিলেন ঋতুপর্ণাও। সম্প্রতি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালেও পুরস্কৃত হয়েছে এই ছবিটি।
শর্মিলার সঙ্গে কাজ করে রীতিমত উচ্ছ্বসিত ঋতুপর্ণা। ছবির বিষয়টা তো তাঁকে মুগ্ধ করেইছে, সেই সঙ্গে শর্মিলার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা অনন্য বলেও জানিয়েছেন অভিনেত্রী। আসলে ছবির শুটিংয়ের ফাঁকে শর্মিলা যে কখন তাঁর নিজের মা হয়ে গিয়েছিলেন, তা বুঝতেই পারেননি তিনি।
শর্মিলা ঠাকুরের শেষ ছবি ছিল ‘অন্তহীন’, যা মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। এতদিন পর তাঁকে বাংলা ছবিতে ফিরিয়ে আনার কৃতিত্ব কিন্তু ঋতুপর্ণার। তিনি জানালেন, ‘পুরাতন’ ছবিতে শর্মিলা ঠাকুরকে যেভাবে দেখতে পাবেন দর্শক, তা তাঁরা আগে কোনওদিন দেখেননি। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন দেবজ্যোতি মিশ্র৷ ছবিটি প্রোযোজনার দায়িত্বে রয়েছে ‘ভাবনা আজও কাল’। ১১ এপ্রিল মুক্তি পাবে ছবিটি ।