• facebook
  • twitter
Thursday, 23 January, 2025

ব্যারাকপুর শুটআউট কাণ্ডে ধৃত তিন

ব্যারাকপুর শুটআউট কাণ্ডের তদন্তে নেমে তিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম আরিয়ান, দীপক এবং কুলদীপ বলে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র।

ব্যারাকপুর শুটআউট কাণ্ডের তদন্তে নেমে তিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম আরিয়ান, দীপক এবং কুলদীপ বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে খুনের চেষ্টা তা এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো কোন শত্রুতার জেরেই গুলি করা হয় মহম্মদ ইমদাদ নামে ওই যুবককে।
বুধবার দুপুরে চিড়িয়ামোড়ের কাছে যে এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে তার অদূরেই ব্যারাকপুর কমিশনারেটের অফিস। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে পুলিশি নিরাপত্তা নিয়েও। সূত্রের খবর, ইমদাদ বাড়ি থেকে বেরিয়ে ব্যারাকপুরের আবদালি বাজারের কাছে বিদ্যুৎ দফতরের এক পরিত্যক্ত ভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখনই তিন যুবক বাইক চেপে এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে। দুষ্কৃতীদের ছোঁড়া গুলি যুবকের পাঁজর ভেদ করে বুকে লাগে বলে জানা গিয়েছে। অন্যদিকে এলাকায় গুলির শব্দ পেয়েই ছুটে আসেন স্থানীয়েরা। তখনই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয়েরা যুবককে উদ্ধার করে নিয়ে যায় ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে। তবে ক্রমেই অবস্থার অবনতি হতে থাকলে যুবককে স্থানান্তর করা হয় বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন মহম্মদ ইমদাদ।
অন্যদিকে দিনে দুপুরে যুবককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকেরা। সিসিটিভির সূত্র ধরেই পাকড়াও করা হয় তিন যুবককে। তারা সকলেই ব্যারাকপুরের পাইপ রোড এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। কী কারণে খুনের চেষ্টা তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ। যদিও ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো কোনও শত্রুতার কারণেই যুবককে খুনের চেষ্টা।