জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির জেলা সম্মেলন হলো শহর বর্ধমানে। উদ্বোধন করলেন সংগঠনের প্রদেশ সভাপতি কামরুজ্জামান কামার। ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, প্রদেশ আইএনটিইউসির সভানেত্রী শ্রাবন্তী সিং, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজাহার মল্লিক, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ সহ অন্যান্যরা।
সম্মেলনের উদ্বোধন করে কামরুজ্জামান কামার বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার নানা ভাবে শ্রমিক কর্মচারীদের বঞ্চিত করে চলেছে। এই বঞ্চনার বিরুদ্ধে আগামী দিনে আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি। জেলা সভাপতি নাজির হোসেন শ্রমিকদের প্রতি বঞ্চনার বিরুদ্ধে আগামী দিনের আন্দোলনে কংগ্রেস নেতৃত্বের সহযোগিতা চাইবেন বলে জানান। এ ব্যাপারে মূল সংগঠন জাতীয় কংগ্রেসকে আরও শক্তিশালী করার ডাক দেন। এর জন্য শ্রমিক সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি। সম্মেলনে জেলার বিভিন্ন অঞ্চলের সদস্যরা হাজির ছিলেন।