• facebook
  • twitter
Thursday, 23 January, 2025

জাল পাসপোর্ট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

ধৃতকে জেরা করে ভুয়ো ঠিকানার পাশাপাশি ভুয়ো নামেরও হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, ধৃত পলাশের নাম আসলে চয়ন বড়ুয়া।

প্রতীকী চিত্র

জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল আগেই। এবার পুলিশি তদন্তে উঠে এলো অবৈধ অনুপ্রবেশকারী যোগ। জাল পাসপোর্ট কাণ্ডে ধৃত পলাশ বিশ্বাসকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল কলকাতা পুলিশ। সূত্রের খবর, নিজেকে মধ্যমগ্রামের বাসিন্দা বলে পরিচয় দিলেও আদপে বাংলাদেশের বসিন্দা। পুলিশি জেরার মুখে এমনটাই স্বীকার করেছে ধৃত পলাশ। শুধু তাই নয়, ধৃতকে জেরা করে ভুয়ো ঠিকানার পাশাপাশি ভুয়ো নামেরও হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, ধৃত পলাশের নাম আসলে চয়ন বড়ুয়া। বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা সে।

সূত্রের খবর, ২০২১ সালের মাঝামাঝিতে অবৈধ ভাবে আসাম সীমান্ত দিয়ে এ দেশে আশ্রয় নেয় চয়ন। তারপর থেকে দিল্লি, চেন্নাইসহ কলকাতার একাধিক জায়গায় নাম ভাঁড়িয়ে চাকরিও করে সে। জানা গিয়েছে, অষ্টম শ্রেণি পাশ চয়ন জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে ভিন দেশে পাড়ি দেওয়ার ছক কষেছিল। কিন্তু নথি যাচাই করার সময়ই পুলিশের নজরে আসে ভুয়ো ঠিকানার দিকটি। সেই মতো যুবককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, পুলিশি জেরার মুখে একাধিকবার একাধিক রকমের বয়ান দিতে থাকে ধৃত অনুপ্রবেশকারী। ক্রমেই সন্দেহ জোড়াল হতে থাকে তদন্তকারীদের মনে। একটু চাপ দিতেই বেরিয়ে আসে জাল পাসপোর্টের বিষয়টি। ধৃতকে জেরা করে এই চক্রের সঙ্গে আর কে জড়িত তার সন্ধান করছেন তদন্তকারী আধিকারিকেরা। অন্যদিকে জাল পাসপোর্ট কাণ্ডে আর কোনও বাংলাদেশ যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।