• facebook
  • twitter
Thursday, 23 January, 2025

ভাড়া চাওয়ায় খুন টোটোচালক, উত্তেজনা মালদহে

ন্যায্য ভাড়া ছেয়েছিলেন টোটোচালক। তবে ভাড়ার বদলে মিলল হাঁসুয়ার কোপ। তাতেই প্রাণ হারালেন মালদহের ইংরেজবাজারের এক টোটোচালক কাজল ঘোষ।

ন্যায্য ভাড়া ছেয়েছিলেন টোটোচালক। তবে ভাড়ার বদলে মিলল হাঁসুয়ার কোপ। তাতেই প্রাণ হারালেন মালদহের ইংরেজবাজারের এক টোটোচালক কাজল ঘোষ। মঙ্গলবার রাতে মালদহ জেলার ইংরেজবাজার থানা এলাকার মহদিপুরের বেলবাড়িঘাটের ঘটনা।

সূত্রের খবর, ইংরেজবাজারের রামকেলির বারোদুয়ারির বাসিন্দা কাজল মঙ্গলবার রাতে টোটো নিয়ে বেরিয়ে ছিলেন। টোটোতে উঠেছিল শ্যামল মণ্ডল, বিমল মণ্ডলসহ আরও কয়েকজন। অভিযোগ, তারা সকলেই মদ্যপ অবস্থাতে ছিলেন। সূত্রের খবর, গন্তব্যে পৌঁছে দেওয়ার পর ন্যায্য ভাড়া চেয়েছিলেন চালক। টাকা দিতে অস্বীকার করাই বচসা বাধে। তারই মধ্যে একজন হাঁসুয়া বের করে চালক কাজলের উপরে চড়াও হয় বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থাতেই লুটিয়ে পড়েন কাজল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফ থেকে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেই খবর।