• facebook
  • twitter
Wednesday, 22 January, 2025

ধান ক্ষেতে যাত্রীবাহী বাস, চাঞ্চল্য পূর্ব বর্ধমানে

মঙ্গলবার সকালে বর্ধমান থেকে কুসুমগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যায় রাস্তার ধারের ধানের জমিতে।

প্রতীকী ছবি

রাজ্যে ফের বেপরোয়া গতির তাণ্ডব। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি। মঙ্গলবার সকালে বর্ধমান থেকে কুসুমগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যায় রাস্তার ধারের ধানের জমিতে। ঘটনায় গুরুতর জখম হন ১২ জন যাত্রী। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজে।

স্থানীয় সূত্রে খবর, সকালে বাসের গতি অনেকটাই বেশি ছিল। একই সঙ্গে যাত্রীদের ভিড়ে কার্যত তিল ধারণের জায়গা ছিল না বাসে, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। সূত্রের খবর, দেওয়ানদিঘি প্রেট্রোল পাম্প পেরনোর পরেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। তারপর সোজা গিয়ে উল্টে যায় ধানের ক্ষেতে। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়েরা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান।

বাসে কমবেশি ৫০জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে ভর্তি করানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। ঠিক কীভাবে দুর্ঘটনা? ইতিমধ্যেই তার তদন্তে নেমেছে পুলিশ।