রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্টের টেবলে শীর্ষে পৌঁছে গেল। রিয়াল মাদ্রিদ জয় তুলে নিল ৪-১ গোলের ব্যবধানে হারাল লা পামাসকে। জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে।
বার্সেলানো ও আতলেতিকো মাদ্রিদ পয়েন্ট নষ্ট করায় সুযোগ তৈরি হয়েছিল রিয়াল মাদ্রিদের সামনে। সেই সুযোগ কাজে লাগাল তারা।
লা পামাসের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল রিয়াল। ১ মিনিটের মাথায় ফাবিয়ো সিলভার গোলে এগোয় লা পামাস। অবশ্য চাপে পড়েনি রিয়াল। নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। ভিনিসিয়াস জুনিয়র না থাকায় এই ম্যাচে বাড়তি দায়িত্ব ছিল এমবাপের। ১৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় রিয়াল। গোল করে সমতা ফেরান এমবাপে।
প্রথমার্ধে আরও দু’টি গোল করে রিয়াল। ৩৩ মিনিটের মাথায় মাদ্রিদের ক্লাবকে এগিয়ে দেন ভিনিসিয়াসের বদলে খেলতে নামা ব্রাহিম দিয়াজ। তিন মিনিট পরে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন এমবাপে। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে দলের চার নম্বর গোল করেন রদ্রিগো। ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লা পামাসের বেনিতো টোরো। ১০ জনের লা পামাসের বিরুদ্ধে অবশ্য আর গোল করতে পারেনি রিয়াল। ৪-১ গোলে জেতে তারা।
এই ম্যাচে জোড়া গোল করায় লা লিগায় ১২টি গোল হয়ে গেল এমবাপের। বার্সার রবার্ট লেয়নডস্কির পর দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০টি ম্যাচে ১৮টি গোল করেছেন ফরাসি স্ট্রাইকার।
এই জয়ের ফলে লা লিগায় ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। পয়েন্ট তালিকার শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।