• facebook
  • twitter
Monday, 20 January, 2025

ট্রেনের মধ্যে থেকে উদ্ধার মাদক, মালদহ স্টেশনে গ্রেপ্তার এক

তল্লাশি চালানোর সময় এক ব্যক্তির আচরণ দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। সেই মতো ওই ব্যক্তির ব্যাগ খুলতেই বেরিয়ে আসে প্লাস্টিকে মোড়া ৫টি প্যাকেট।

প্রতীকী ছবি।

ট্রেনে করে মাদক পাচারের ছক! গোপনসূত্রে খবর পেয়ে তল্লাশি চালাতেই ১০ কোটি টাকার মাদকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রেলপুলিশ।

রবিবার সন্ধ্যা ৬টা ১০ নাগাদ মালদহ স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছয় ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেস। রেল পুলিশের কাছে আগাম খবর ছিল মাদক পাচারের। সেই মতো ট্রেনের একাধিক কামরায় শুরু হয় তল্লাশি। সূত্রের খবর, তল্লাশি চালানোর সময় এক ব্যক্তির আচরণ দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। সেই মতো ওই ব্যক্তির ব্যাগ খুলতেই বেরিয়ে আসে প্লাস্টিকে মোড়া ৫টি প্যাকেট। যার মধ্যে থেকে উদ্ধার হয় ২.১১৫ কেজি ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানা গিয়েছে।

তদন্তে রেল পুলিশের প্রাথমিক অনুমান, ওই বিপুল পরিমাণ মাদক বিহার থেকে এ রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। তবে কোথায় বিক্রির কথা ছিল এই বিপুল পরিমাণ মাদক তা এখনও পর্যন্ত জানা যায়নি। কোথায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল এবং এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।