• facebook
  • twitter
Monday, 20 January, 2025

জামিনে পেয়েই বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিক

সোমবার বিধানসভায় যান জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, ১ বছর ৩ মাসের বকেয়া বেতন তুলতে বিধানসভায় পৌঁছেছেন তিনি।

গত বুধবার জামিন পান রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর জামিন পাওয়ার কয়েক দিনের মধ্যেই বিধানসভায় হাজির হলেন তিনি। সোমবার বিধানসভায় যান হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, ১ বছর ৩ মাসের বকেয়া বেতন তুলতে বিধানসভায় পৌঁছেছেন তিনি। এ ব্যাপারে কিছু সই সাবুদ করতে হবে তাঁকে।

রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রায় এক বছর তিন মাস জেলে ছিলেন তিনি। এদিন বিধানসভায় ঢুকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুটা অস্বস্তি প্রকাশ করেন তিনি। বিচারাধীন মামলা নিয়ে মুখ খোলেননি। বিধানসভায় পৌঁছেও জ্যোতিপ্রিয় প্রথমে তৃণমূলের মুখ্য নির্মল ঘোষের ঘরে গিয়ে বসেন। সেখানে চা-বিস্কুট খান তিনি।

রাজ্যের বনমন্ত্রী থাকাকালীনই গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিধানসভায় তাঁর ঘরে তালা লাগিয়ে রেখেছে বিধানসভা কর্তৃপক্ষ। তাই আপাতত বিধানসভায় জ্যোতিপ্রিয়র কোনও ঘর নেই। মন্ত্রী না থাকলেও জ্যোতিপ্রিয় এখন হাবড়ার বিধায়ক। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে তিনি পুরোদস্তুর সভায় যোগ দেবেন তিনি।

জেল হেফাজতে থাকাকালীন বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ওজনও আগের চেয়ে অনেকটাই কমেছে প্রাক্তন মন্ত্রীর। তাঁর ডায়াবেটিসের সমস্যা রয়েছে। টানা অনিয়মের জেরে শরীর ভেঙে পড়েছে হাবড়ার বিধায়কের। বিধানসভা থেকে বেরিয়ে এদিন ডাক্তার দেখাতে যান জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর কিডনিতেও সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে জেল থেকে বাড়ি ফেরার পরেই হাবড়ার বিধায়ক নিজের এলাকা সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন। থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বেআইনি মদ ও জুয়ার ঠেক বন্ধ-সহ একগুচ্ছ নির্দেশ দেন উত্তর ২৪ পরগনার হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বাসিন্দাদের আশা, হাবড়ার আইনশৃঙ্খলার পরিস্থিতি এবার উন্নত হবে।