• facebook
  • twitter
Monday, 20 January, 2025

কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর, কুলতলিতে গ্রেপ্তার দুই

এবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। ফের প্রকাশ্যে পুলিশের আক্রান্ত হওয়ার খবর। কর্তব্যরত পুলিশকে মারধর এবং গালিগালাজের অভিযোগ উঠেছে।

প্রথমে গোয়ালপোখর, তারপর ডোমকল। গত সপ্তাহে রাজ্যের দুই প্রান্তে আসামির হাতে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। ফের প্রকাশ্যে পুলিশের আক্রান্ত হওয়ার খবর। কর্তব্যরত পুলিশকে মারধর এবং গালিগালাজের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সুখেন দাস এবং স্বপন দাসকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে কুলতলির জামতলা বাজার এলাকায় গাড়ি থামিয়ে চা খাচ্ছিলেন অভিযুক্ত দুই যুবকসহ চারজন। রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে দেওয়ার ফলে সৃষ্টি হয়েছিল যানজটের। সেই কারণে রাস্তার মাঝখান থেকে গাড়ি সরিয়ে নিয়ে যেতে বলেন কর্তব্যরত পুলিশকর্মীরা। সূত্রের খবর, সেই সময়ই যুবকদের সঙ্গে বচসা বাধে তাঁদের। অভিযোগ, বচসাচলাকালীন কর্তব্যরত পুলিশকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মারধরও করা হয় তাঁদের। পুলিশকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অন্যান্য পুলিশকর্মীরা। তারপরেই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দুই যুবককে। তারা বারুইপুরের উত্তরভাগ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।