• facebook
  • twitter
Monday, 20 January, 2025

যে বই জানবই: ভারতীয় শিল্পসংস্কৃতির অন্তরে যাত্রা

স্বনামখ্যাত এবং বহুজাতিক প্রকাশনী সংস্থা ওয়াইলি ইন্ডিয়া সম্প্রতি প্রকাশ করেছে নীরাজ রাও ও অনুতোষের লেখা “এ জার্নি থ্রু ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার”।

যাঁরা দেশের সর্বোচ্চ প্রশাসনিক পরীক্ষা যথা, ইউপিএসসি পরিচালিত ইন্ডিয়ান সিভিল সার্ভিস কিংবা রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ডব্লুবিসিএস পরীক্ষা দিতে চান, তাঁদের জন্য সাধারণজ্ঞানের যে পেপারটি থাকে, তা বাস্তবে কিন্তু বেশ বিস্তৃত। কী নেই তা তে? ভারতের ইতিহাস, ভারতের জাতীয় আন্দোলন, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের অর্থনীতি, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা, সাম্প্রতিক ঘটনাবলী ইত্যাদি নিয়ে একাধিক প্রশ্নতো থাকেই । সাম্প্রতিক এই সমস্ত পরীক্ষার ট্রেন্ড এনালাইসিস করে দেখা গেছে, গতানুগতিক বিষয়গুলির সঙ্গে “ভারতের শিল্প ও সংস্কৃতি” থেকে প্রতিবছর প্রায় ৫ থেকে ১০ টি প্রশ্ন আসে জেনারেল স্টাডিস পেপার ১-এ। প্রসঙ্গত, ডব্লুবিসিএসের পরিবর্তিত সিলেবাসে ‘ভারত ও বাংলার সংস্কৃতি’ নিয়ে একটি নতুন অধ্যায় সংযোজিত হয়েছে বলে জানা গিয়েছে।

স্বনামখ্যাত এবং বহুজাতিক প্রকাশনী সংস্থা ওয়াইলি ইন্ডিয়া সম্প্রতি প্রকাশ করেছে নীরাজ রাও ও অনুতোষের লেখা “এ জার্নি থ্রু ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার”। লেখকদ্বয়ের মধ্যে অন্যতম নীরাজ রাও, দীর্ঘদিন ধরে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন সারা-ভারত জুড়ে। ভারতীয় ইতিহাস এবং শিল্পসংস্কৃতি বিষয়ে তিনি একজন স্বনামধন্য শিক্ষক। যে সমস্ত বিষয়গুলি থেকে প্রশ্ন আসে সেগুলিকেই সুন্দর এবং ধারাবাহিকভাবে উপস্থাপন করেছেন তাঁদের এই বইতে। মোট ২১টি অধ্যায়ে বিভক্ত বইটির সমস্ত পাতাগুলি রঙিন। যেখানে উপযুক্ত চিত্র, ডায়াগ্রাম বা গ্রাফিক্স প্রয়োজন, সবকিছুই রয়েছে এই বইটিতে। ফলে, যে কোনও পরীক্ষার্থীর কাছে বইটি অত্যন্ত উপভোগ্য হয়ে উঠবে।

‘স্থাপত্য ও ভাস্কর্য’ অধ্যায়ে সিন্ধু সভ্যতা থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত স্থাপত্য ও ভাস্কর্যের রঙিন ছবিসহ সংক্ষিপ্ত, কিন্তু কার্যকরী বিবরণ দেওয়া আছে। ‘ভারতের কারুশিল্প’ অধ্যায়ে প্রত্যেকটি রাজ্যের নিজস্ব কারুশিল্প নিয়ে কৌতুহলোদ্দীপক এবং অনেক না-জানা কাহিনীর প্রকাশ ঘটেছে। ‘পারফর্মিং আর্টস’ অধ্যায়ে ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য ও বিভিন্ন লোকনৃত্য নিয়ে সিভিল-সার্ভিস পরীক্ষার উপযুক্ত তথ্যের ভান্ডার রয়েছে এই বইটিতে।

এছাড়াও ‘সংস্কৃতি’ বিভাগে রয়েছে বৌদ্ধ ও জৈন ধর্ম, ভারতীয় দর্শন ও তার বিভিন্ন বিভাগ, ভক্তি আন্দোলন এবং তার ঐতিহ্য, সুফিবাদ নিয়ে বিস্তৃত আলোচনা। বইয়ের শেষের দিকে রয়েছে ইউনেস্কো-স্বীকৃত ভারতে বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যমন্ডিত স্থানগুলির সংক্ষিপ্ত আলোচনা। লেখকদ্বয় চেষ্টা করেছেন ভারতীয় শিল্প ও সংস্কৃতির সামগ্রিক বিষয়টিকে ৬০০ পাতার মধ্যে উপযুক্ত করে পরিবেশন করার। শুধু পরীক্ষার্থীরাই নন, উৎসুক সাধারণ পাঠকও বইটি থেকে তাঁর নিজের সাধারণজ্ঞানের ব্যাপ্তি বাড়িয়ে নিতে পারবেন বলে মনে করি।
এ জার্নি থ্রু ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। লেখক: নীরজ রাও এবং অনুতোষ। প্রকাশক: ওয়াইলি ইন্ডিয়া। মূল্য: ৮৫০ টাকা।