• facebook
  • twitter
Sunday, 19 January, 2025

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু মনু ভাকেরের দিদা ও মামার

মনুর আত্মীয়দের স্কুটিটিকে একপ্রকার পিষে দেয় গাড়িটি। ঘাতক গাড়িটিকে এখনও শনাক্ত করা যায়নি। হরিয়ানা পুলিশ জানিয়েছে, রবিবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।

ফাইল চিত্র

মর্মান্তিক দুর্ঘটনায় দুই প্রিয়জনকে হারালেন অলিম্পিকে জোড়া পদকজয়ী শুটার। হরিয়ানার দাদরিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মনুর দিদা ও মামার। হরিয়ানা পুলিশ সূত্রের খবর, রবিবার সকালে দাদরির মহেন্দ্রগড় বাইপাসের উপর দুর্ঘটনাটি ঘটে। মনুর বাবা এবং দিদা একটি স্কুটিতে চেপে কোথাও যাচ্ছিলেন। সেসময় বেপরোয়া একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মনুর মামা এবং দিদার।

জানা যাচ্ছে, মনুর আত্মীয়দের স্কুটিটিকে একপ্রকার পিষে দেয় গাড়িটি। ঘাতক গাড়িটিকে এখনও শনাক্ত করা যায়নি। হরিয়ানা পুলিশ জানিয়েছে, রবিবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘাতক গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। পুলিশ গিয়ে দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

কীভাবে দুর্ঘটনা ঘটল, সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। তবে মনে করা হচ্ছে অতিরিক্ত গতির জন্যই নিয়ন্ত্রণ হারিয়েছিল গাড়ির চালক। বিস্তর বিতর্কের পর দিন দুই আগেই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন মনু। বিতর্কের পর মনুর সম্মান জয়ের স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ছিল পরিবারে।