• facebook
  • twitter
Sunday, 19 January, 2025

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ কলকাতা থেকে গ্রেপ্তার বিহারের যুবক

আনন্দপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অস্ত্র আইনের ২৫(১)(এ) এবং ২৯ ধারার অধীনে রুজু হয়েছে মামলাও। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

ফাইল চিত্র

আনন্দপুর থানার পশ্চিম চৌবাগা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ–সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, তিনি বিহারের বাসিন্দা। শনিবার গভীর রাতে তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।
ধৃত যুবকের নাম আফগান খান। ২০ বছরের ওই তরুণ বিহারের গয়া জেলার মগরা থানার চোনহা গ্রামের বাসিন্দা। শনিবার রাত ১টা ৩৫ মিনিট নাগাদ পশ্চিম চৌবাগা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি ৭ এমএম দেশি পিস্তল, ম্যাগাজ়িন এবং পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন ওই যুবককে প্রথমে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই সময় তাঁর বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। কোথা থেকে তিনি আগ্নেয়াস্ত্রটি পেয়েছেন, আগ্নেয়াস্ত্রটি আসলে কার, এ সব প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারেননি তিনি। এর পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পরেই আনন্দপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অস্ত্র আইনের ২৫(১)(এ) এবং ২৯ ধারার অধীনে রুজু হয়েছে মামলাও। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র পেলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।