ভারতীয় কৃষকদের ফসল চুরির অভিযোগ। তুমুল উত্তেজনা মালদহের শুকদেবপুর ভারত-বাংলাদেশ সীমান্তে। শুক্রবার রাতে ভারতীয় কৃষকদের ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জমিতে যেতে চাইলেও সামগ্রিক নিরাপত্তা কথা ভেবে তাঁদের যেতে দিচ্ছেন না বিএসএফের আধিকারিকেরা।
গত রবিবার থেকে শুকদেবপুরে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিএসএফ ভারতীয় ভূখণ্ডে কাঁটাতার বসানোর কাজ শুরু করলে আপত্তি তোলে বিজিবি। এলাকার বাসিন্দারা প্রচুর সংখ্যায় ইট এবং পাথর নিয়ে ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংও করা হয়েছে। তবে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।
সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের অভিযোগ, কাঁটাতার নিয়ে বাধা দিয়েও খুব একটা সুবিধে করতে পারেননি ওপার বাংলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। সেই কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন তাঁরা। এর আগেও একাধিকবার ফসল নষ্ট করা হয়েছে।
অবশ্য শুকদেবপুরে ফসল নষ্টের অভিযোগ নতুন নয়। সপ্তাহখানেক আগে বিএসএফের তরফে অনুমতি নিয়ে ভারতীয় কৃষকরা সেখানে গিয়ে দেখেন, জমির গম কেটে নিয়ে যাওয়া হয়েছে। শ্যালো মেশিন নষ্ট করে দিয়েছে। পাম্পের মুখে ইট ভরে দেওয়া হয়েছে। এই ঘটনার পর বিএসএফ ক্যাম্পে গ্রামবাসীরা অভিযোগও জানান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্ত থেকে আরও ১৫০ গজের মতো ভিতরে ভারতীয়দের জমি রয়েছে। সব মিলিয়ে প্রায় হাজার বিঘার কাছাকাছি জমি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। গম চাষের ভরা মরশুমে জমিতে যেতে না পারায় মাথায় হাত কৃষকদের। বিএসএফের কাছে সমস্যা মেটানোর আবেদন জানিয়েছেন তাঁরা।