বিহারের রাজধানী পাটনায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। পাটনায় একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, যার ফলে একজনের মৃত্যু হয়। আরও একজন আহত হয়েছেন। পাটনা শহরের আগমকুয়ান থানা এলাকার ভূতনাথ রোডে অবস্থিত সুনীলম হাসপাতালের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে।
আগামকুয়ান থানার এক আধিকারিক বলেন, হাসপাতালের কাছে সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্য একজন গুরুতর আহত হন। গাড়ি থেকে সিলিন্ডারটি নামানোর সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সুনীলম হাসপাতালের কাছে গাড়ি থেকে মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডারটি নামানো হচ্ছিল। তারপর হঠাৎ অক্সিজেন সিলিন্ডারটি ফেটে হয়, যার ফলে একজনের শরীর ছিন্নবিছিন্ন হয়ে যায় এবং অন্যজনের পা উড়ে যায়।
সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। সর্বত্র ধোঁয়ায় ঢেকে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দেখা যায়, একজন যুবককে মৃত অবস্থায় পড়ে রয়েছেন এবং অন্য একজন গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছেন। স্থানীয় লোকজন আহতকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাটনা শহরের মহকুমা পুলিশ আধিকারিক এবং সিটি এসপি সহ স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
সম্প্রতি, আগ্রায় একজন বেলুন বিক্রেতার সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে বেলুন বিক্রেতা অনেক দূরে ছিটকে পড়েন। কাছে দাঁড়িয়ে থাকা ব্যক্তি অল্পের জন্য বেঁচে যান। সিলিন্ডারের টুকরোগুলো ১০ মিটার দূরে ঘরে পড়ে, যার ফলে শাশুড়ি এবং পুত্রবধূ আহত হন। পুলিশ গুরুতর আহত বেলুন বিক্রেতা এবং মহিলাকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে।