• facebook
  • twitter
Saturday, 18 January, 2025

ফের রাজস্থানের কোটায় পড়ুয়ার মৃত্যু, ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার

প্রশ্ন উঠছে, কোটায় আত্মহত্যা রুখতে একাধিক সরকারি পদক্ষেপ করা হয়েছে। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। ২০২৪-এ মোট ১৭ জন পরীক্ষার্থীর আত্মহত্যার খবর সামনে আসে।

প্রতীকী চিত্র

ফের রাজস্থানের কোটায় উদ্ধার হল পড়ুয়ার দেহ। বৃহস্পতিবার ওই পড়ুয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নতুন ‍বছরের শুরুতেই ২ পড়ুয়ার মৃত্যু নিয়ে উদ্বেগ ‍বাড়ে কোটায়। তার কয়েকদিনের মধ্যেই ফের মৃত্যু। ১৭ দিনের মধ্যে ৩ জনের আত্মহত্যার ঘটনায় আবার প্রশ্ন উঠতে শুরু করেছে।
 
পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে কোটায় পড়াশুনোর জন্য এসেছিলেন ওই পড়ুয়া। বিজ্ঞান নগরে একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন ওই নিট পড়ুয়া। বাড়ির মালিকই প্রথম ওই পড়ুয়ার দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কী কারণে আত্মহত্যা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পরিবারের লোকজন, কোচিং সেন্টার এবং সহপাঠীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ। ঘর থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি।
 
মৃত পড়ুয়া পড়াশোনা নিয়ে কোনওরকম চাপে ছিলেন কি না ‍বা তাঁর মধ্যে অন্য কোনও রকম অস্বাভাবিকতা ধরা পড়েছিল কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তবে বছরের শুরুতেই পর পর আত্মহত্যার ঘটনায় আবার প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।

প্রশ্ন উঠছে, কোটায় আত্মহত্যা রুখতে একাধিক সরকারি পদক্ষেপ করা হয়েছে। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। ২০২৪-এ মোট ১৭ জন পরীক্ষার্থীর আত্মহত্যার খবর সামনে আসে।