• facebook
  • twitter
Friday, 17 January, 2025

প্রত্যন্ত এলাকায় ‘দুয়ারে সরকার’

প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার শিবির করার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা মতোই কাজ হতে চলেছে।

প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার শিবির করার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা মতোই কাজ হতে চলেছে। ২০২৫ সালের প্রথম দুয়ারে সরকার শিবিরের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই শিবির চলবে। অন্যান্য এলাকার পাশাপাশি গ্রামাঞ্চলের দুর্গম এলাকাতেও এবার বসবে দুয়ারে সরকার শিবির।

রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষজনও যাতে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না হন তাই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ২০২১ সালে মানুষের দুয়ারে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন মমতা। বছরে প্রায় দুই বার রাজ্যের বিভিন্ন এলাকায় এই শিবির বসে। চলে কয়েকদিন ধরে। সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানান স্থানীয়রা। সেই আবেদনপত্রগুলি খতিয়ে দেখে উপভোক্তাদের চিহ্নিত করা হয়। এরপরই তাঁরা পেয়ে যান সরকারি সুবিধা।

কয়েকদিন আগে দুর্গম এলাকার মানুষ রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির সুবিধা পাচ্ছেন না বলে আক্ষেপ প্রকাশ করেছিলেন মমতা। দূরের এই শিবিরে তাঁরা বেশিরভাগ সময় যেতেও পারেন না। তাই এবার অন্যান্য এলাকার পাশাপাশি দুর্গম এলাকায় দুয়ারে সরকার শিবির করার ক্ষেত্রে জোর দিয়েছে সরকার। ২০২৫ সালের প্রথম দুয়ারে সরকার শিবিরে মোট ৩৭টি সরকারি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত রবিবার ও ছুটির দিন বাদ রেখে সবদিনই আবেদনপত্র জমা দেওয়া যাবে। তারপর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনির কাজ। তারপর পরিষেবা পাবেন উপভোক্তারা।