দিল্লি, ১৬ জানুয়ারি – বাড়ি, গাড়ি কিছুই নেই আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। তবে নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী কেজরিওয়ালের মোট সম্পত্তির পরিমাণ ১.৭৩ কোটি টাকা। রাজনীতির শুরুতে স্বচ্ছ ভাবমূর্তির উপর বিশেষভাবে জোর দিয়েছিলেন আপ সুপ্রিমো। যদিও পরবর্তীকালে তাঁর সেই ভাবমূর্তি ধাক্কা খেয়েছে। আবগারি দুর্নীতি মামলায় জেলেও যেতে হয়েছে তাঁকে। তবে এবার নির্বাচনী হলফনামাতে নিজের সম্পত্তির পরিমাণ জানালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে তাঁর থেকে সম্পত্তি বেশি তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়ালের।
কেজরিওয়ালের নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৭৩ কোটি টাকা। এই অঙ্ক ২০২০ সালের তুলনায় সামান্য বেশি। ওই হলফনামা অনুযায়ী, আপ সুপ্রিমোর হাতে নগদ রয়েছে ৫০ হাজার টাকা। ব্যাঙ্কে রয়েছে ২ লক্ষ ৯৬ হাজার টাকা। তাঁর স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে গাজিয়াবাদে একটি ফ্ল্যাট, যার বর্তমান বাজারদর ১.৭ কোটি টাকা। তবে তাঁর নিজের বাড়ি বা গাড়ি কিছুই নেই। তাঁর আয়ের মূল উৎস মুখ্যমন্ত্রী এবং বিধায়ক হিসাবে পাওয়া বেতন। কেজরিওয়ালের বিরুদ্ধে ১৪টি ফৌজদারি মামলা রয়েছে।
কেজরিওয়ালের হলফনামা অনুযায়ী ফিক্সড ডিপোজিট, শেয়ার, মিউচুয়াল ফান্ড বা ইন্সিওরেন্স পলিসিতে কেজরিওয়ালের কোনও বিনিয়োগ নেই। গত কয়েক বছরে রোজগারও কমেছে কেজরিওয়ালের। ২০২৩–২৪ সালে তাঁর আয় ছিল ৭.২১ লক্ষ টাকা। ২০২০ সালে তাঁর আয় ছিল ৪৪ লক্ষ ৯০ হাজার টাকা।
কেজরির তুলনায় তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সম্পত্তি কিছুটা বেশি। সুনীতার মোট অস্থাবর সম্পত্তি ১ কোটি টাকার। এর মধ্যে রয়েছে ২০০ গ্রাম সোনা, যার বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ। এছাড়াও রয়েছে ১ কেজি রুপো, যার বাজারমূল্য প্রায় ৯২ হাজার টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ৩২ হাজার টাকা। তাঁর মোট স্থাবর সম্পত্তি ১.৫ কোটি টাকার। অর্থাৎ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২.৫ কোটি। সুনীতার নামে গুরুগ্রামে একটি বাড়ি রয়েছে, যার বাজারমূল্য দেড় কোটি টাকা। একটি গাড়িও রয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর। সুনিতার বার্ষিক আয়ও কেজরিওয়ালের দ্বিগুণ, ১৪ লক্ষ ১০ হাজার টাকা। প্রাক্তন সরকারি কর্মী হিসেবে তিনি পেনশন পান। সব মিলিয়ে ২০২৫-এ কেজরিওয়াল পরিবারের সম্পত্তির পরিমাণ ৪ কোটি ২৩ লক্ষ টাকা। ২০২০ সালে ছিল ৩.৪ কোটি টাকা। অর্থাৎ ৫ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে ৮৩ লক্ষ টাকার মতো।
দিল্লির বিধানসভা নির্বাচনে এবার দিল্লি আসন থেকে লড়ছেন কেজরিওয়াল। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত। বিজেপির প্রার্থী প্রাক্তন সাংসদ প্রবেশ বর্মা।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর প্রথমবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন কেজরিওয়াল। পরের বছর ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি কংগ্রেস সমর্থন তুলে নেওয়ায় ইস্তফা দেন। এরপরে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। একটানা ৯ বছরের বেশি দায়িত্ব পালনের পর গত বছর ২১ সেপ্টেম্বর ইস্তফা দেন তিনি ।