করল পুলিশ। এবার ৪ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ। কাঁটাতারবিহীন ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে এরা অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। মঙ্গলবার রাতে লালগোলার ভবানীপুর মোড়ে সন্দেহজনকভাবে তারা ঘোরাঘুরি করছিল। সন্দেহ হওয়ায়, তাদের পুলিশ প্রথমে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই। এরপরই তাদের গ্রেপ্তার করে পুলিশ। জিজাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের রাজশাহী এবং চাঁপাই-নবাবগঞ্জ এলাকায়। লালগোলা থেকে পার্শ্ববর্তী ভগবানগোলা থানা এলাকায় তাদের যাওয়ার কথা ছিল।
ধৃতদের বুধবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ। তবে ধৃতদের প্রাথমিকভাবে জিজাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, প্রায় পাঁচ বছর আগে তারা বাংলাদেশ থেকে দক্ষিণ ভারতে নির্মাণ শ্রমিকের কাজে যায়। তারা ঠিক কতদিন আগে কি উদ্দেশ্যে ভারতে ঢুকেছিল, তাদের সঙ্গে আর কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল কিনা, কেন তারা লালগোলা হয়ে ভগবানগোলা যাচ্ছিল ইত্যাদি সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগে গত ১২ জানুয়ারি মুর্শিদাবাদেরই সুতি থানার বাগসিরা পাড়া এলাকার স্থানীয় একটি উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন জায়গায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে প্রথমে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে ধৃতদের মধ্যে দুইজন বাংলাদেশী নাগরিক।বাচ্চাদের জামা-কাপড় পাচারের উদ্দেশ্যে ভারতে ঢোকে। ধৃত আরেকজন ভারতীয়। দুই বাংলাদেশীকে ভারতে ঢুকতে সে সাহায্য করেছে। এরপর তিনজনকেই গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ।