• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

‘তন্তুজ’-এর চেয়ারম্যান পদে মন্ত্রী স্বপন দেবনাথ

তন্তুজ এর চেয়ারম্যান পদে এলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। ভাইস চেয়ারম্যান হলেন ডিরেক্টর জয়দেব শীল।

রাজ্য সরকারের তাঁতবস্ত্র বিপণনী ‘তন্তুজ’ চেয়ারম্যান পদের নির্বাচন পর্ব চলে বুধবার। সাফল্যের জন্য দেড় বছর আগেই হ্যান্ডলুম ও টেক্সটাইল ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘স্কচ অ্যাওয়ার্ড’ পায় তন্তুজ। এবার তন্তুজ এর চেয়ারম্যান পদে এলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। ভাইস চেয়ারম্যান হলেন ডিরেক্টর জয়দেব শীল। তন্তুজের পদাধিকারী নির্বাচন পর্ব অনুষ্ঠিত হলো নির্বাচন বিধি অনুযায়ী। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়।

আগামী ৫ বছরের জন্যে চেয়ারম্যান হলেন মন্ত্রী স্বপন দেবনাথ। চেয়ারে বসেই সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্বপন দেবনাথ দপ্তরের সকলকে নিয়ে একপ্রস্থ বৈঠকও করেন। আগামী দিনে তন্তুজ এর কি ভাবে আরও উন্নয়ন ঘটানো যায় তার একটা পরিকল্পনা করেন এ দিনের বৈঠকে।