পার্ক সার্কাসে ১২ লক্ষ টাকা লুঠের ঘটনার পর, ক্যাশ ভ্যান পার্কিং নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। পুলিশ নির্দেশ দিয়েছে, ফুটপাথ বা রাস্তার পাশে নয়, ক্যাশ ভ্যান অবশ্যই পার্কিং প্লেস বা শপিং মল চত্বরের ভেতরে রাখতে হবে।
গত সোমবার পার্ক সার্কাসের কাছে ঘটে যাওয়া লুটের ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। কেন ক্যাশ ভ্যান শপিং মলের চত্বরে না রেখে রাস্তার পাশে রাখা হয়েছিল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। এই ঘটনায় শপিং মলের কর্মী, দোকানের মালিক ও কর্মচারী এবং নিরাপত্তারক্ষী সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের ধারণা, কোনো ‘টিপার’ বা অভ্যন্তরীণ সূত্র দুষ্কৃতীদের তথ্য দিয়ে সাহায্য করেছে।
পুলিশ জানিয়েছে, ব্যাংক, শপিং মল বা অন্য সংস্থা থেকে ক্যাশ পরিবহনের সময় রাস্তার পাশে ভ্যান পার্ক না করে সেগুলো চত্বরের ভেতরে রাখার ব্যবস্থা করতে হবে। ট্রাঙ্ক, বাক্স বা টাকা ভর্তি ব্যাগ নিয়ে ফুটপাথে ভ্যান পার্ক করা ঝুঁকিপূর্ণ।
সোমবার সিএসটিসি ও একটি শপিং মল থেকে ১২ লক্ষ টাকা সংগ্রহের পর, কালেকশন টিমের সদস্যরা টাকার ব্যাগ নিয়ে ফুটপাথে নামেন। তাদের সঙ্গে একজন অস্ত্রধারী নিরাপত্তারক্ষী ছিলেন। ঠিক সেই সময় বাইকে করে আসা দুই দুষ্কৃতী মুহূর্তের মধ্যে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। অস্ত্রধারী নিরাপত্তারক্ষী কিছু বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে যায়।ঘটনার পর পুলিশ চারটি বিশেষ টিম গঠন করে বাইকটি শনাক্তের চেষ্টা করছে। পাশাপাশি, অস্ত্রধারী নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে লালবাজার।
এই ঘটনার পর থেকে নিরাপত্তা আরও জোরদার করতে উদ্যোগ নিয়েছে পুলিশ। যেখানে ভ্যান চত্বরের ভেতরে পার্ক করা সম্ভব, তা নিশ্চিত করার পাশাপাশি ফুটপাথ পার্কিং এড়াতে কড়া নির্দেশ জারি করা হয়েছে।