সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-র তরফে সরাসরি কর সংগ্রহের অনুমতি পেলো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। এবার থেকে কেন্দ্রীয় সরকারের আয়কর পোর্টালের সঙ্গে যুক্ত হয়ে ব্যাঙ্কের গ্রাহকরা তাঁদের আয়কর সরাসরি প্রদান বা কর সংক্রান্ত অন্য যেকোনও কাজ করতে পারবেন। পাশাপাশি ব্যাঙ্কের গ্রাহকরা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ইউজার ফ্রেন্ডলি রিটেল এবং কর্পোরেট ইন্টারনেট ব্যাঙ্কিং প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে পারবেন, অথবা নগদ, চেক বা ডিমান্ড ড্রাফ্ট ব্যবহার করে ব্যাঙ্কের যে কোনও শাখায় কর পরিশোধ করতে পারবেন।
এই পরিষেবা প্রসঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের রিটেল লাইবিলিটি-র মুখ্য কর্তা চিন্ময় ঢোবল বলেন, বিশ্ববাজারে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের ব্যাঙ্ক একটি এমন ব্যবস্থা শুরু করেছে যার মাধ্যমে আয়কর এবং জিএসটির পেমেন্ট সংক্রান্ত যে কোনও বিষয় এবার থেকে সিবিডিটি, ভারত সরকার এবং আরবিআই-এর তত্বাবধানে হবে।