• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

আজ ব্যাঙ্ক প্রধানদের সঙ্গে বৈঠক করবে অর্থমন্ত্রক

পিএমজেজেবিওয়াই ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট থাকা ১৮-৫০ বছর বয়সি ব্যক্তিদের, যে-কোনও কারণে মৃত্যুর ক্ষেত্রে ২ লক্ষ টাকার জীবন বিমা কভার প্রদান করে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

অর্থমন্ত্রক বিভিন্ন আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্পের উন্নয়ন পর্যালোচনা করতে প্রস্তুত কারণ মন্ত্রক, আজ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির (পিএসবি) প্রধানদের নিয়ে একটি বৈঠক ডেকেছে। আর্থিক পরিষেবা সচিব এম নাগরাজুর পৌরহিত্যে এই বৈঠকে জনসুরক্ষা ও মুদ্রা যোজনা, পিএম স্বনিধি প্রকল্প, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা-সহ অন্যান্য অর্থকরি প্রকল্পগুলি পর্যালোচনা করা হবে।

পিএমএসবিওয়াই ১৮-৭০ বছর বয়সি ব্যক্তিদের, দুর্ঘটনাজনিত মৃত্যু বা সম্পূর্ণ স্থায়ী অক্ষমতার জন্য ২ লক্ষ টাকা এবং আংশিক স্থায়ী অক্ষমতার জন্য ১ লক্ষ টাকার বিমা কভার প্রদান করে।

পিএমজেজেবিওয়াই ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট থাকা ১৮-৫০ বছর বয়সি ব্যক্তিদের, যে-কোনও কারণে মৃত্যুর ক্ষেত্রে ২ লক্ষ টাকার জীবন বিমা কভার প্রদান করে। এক্ষেত্রে যে- গ্রাহকরা প্রিমিয়ামের অটো-ডেবিট যোগ দিতে বা সক্ষম করতে চান, তাদের সম্মতি দেয়।
কোভিড-১৯ মহামারির ফলে খুচরো বিক্রেতাদের ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারের লক্ষ্যে, সরকার ২০২০ সালের জুন মাসে একটি ক্ষুদ্র-ঋণ সুবিধা হিসাবে পিএম স্বনিধি প্রকল্প চালু করেছিল। প্রধানমন্ত্রী স্বানিধি স্কিমের বৈশিষ্ট্য হল,এই প্রকল্পের মাধ্যমে রাস্তার বিক্রেতাদের জামানত-মুক্ত ঋণ দেওয়া হয়, ওয়ার্কিং ক্যাপিটাল লোন দেওয়া হয় ও আত্মনির্ভরতা বাড়ানোর জন্য সহায়তা করা হয়।

এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের কাছাকাছি এটি অনুষ্ঠিত হচ্ছে।