• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

মমতা-পবন সাক্ষাৎ

আজ নবান্নে সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী পবন চামলিং–এর সঙ্গে বৈঠক করে আমি সম্মানিত, যিনি সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে ২৫ বছর (১৯৯৪-২০১৯) অভূতপূর্ব দায়িত্ব পালন করেছেন।

ছবি: এক্স হ্যান্ডেল

মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং। মমতা সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘আজ নবান্নে সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী পবন চামলিং–এর সঙ্গে বৈঠক করে আমি সম্মানিত, যিনি সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে ২৫ বছর (১৯৯৪-২০১৯) অভূতপূর্ব দায়িত্ব পালন করেছেন।’

মমতা লেখেন, ‘এটি একটি রাজনৈতিক এবং সৌজন্যমূলক বৈঠক ছিল যেখানে শ্রী পবন চামলিং সহৃদয়তার সঙ্গে সিকিম সফরের আমন্ত্রণ জানান, সহযোগিতার নানা সম্ভাবনা এবং একসঙ্গে কাজ করার ওপর জোর দেন।’