অস্ট্রেলিয়া সফর শেষে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা দেশে ফিরে এসেই নিজে ফর্মকে ঝালিয়ে নেওয়ার জন্য মুম্বই দলের হয়ে রঞ্জি খেলবেন, এমনই ভাবনায় তাঁকে দেখা গেল অনুশীলনে নেমে পড়তে। মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অজিঙ্কা রাহানের সঙ্গে বেশ কিছুক্ষণ অনুশীলনে ব্যস্ত থাকলেন রোহিত। রোহিত বলতেই একটা সময় তাঁর ব্যাট থেকে রানের বন্যা বইতো। তাঁর ব্যাট সবসময়ই কথা বলত রানের জন্য। তাই রোহিত শর্মা হিটম্যান বলেই সবার কাছে পরিচিত ছিলেন। কিন্তু সেই রোহিত অস্ট্রেলিয়া সফরে এবং ঘরের মাঠে গত বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে রান পাননি। এমনকি হতাশ হয়ে তিনি অনেক সময় ড্রেসিং রুমে একাকি নীরবতা পালন করতেন। অধিনায়কের যে দায়িত্ব, সেখান থেকেও বেশ কিছুটা পিছিয়ে পড়েছিলেন তিনি। সেই কারণেই অস্ট্রেলিয়ার প্রথম ও শেষ টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব পালন করেননি। এমনকি সমালোচনার মুখে তাঁকে পড়তে হয়েছিল বিভিন্ন সময়। পাশাপাশি, কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও সম্পর্ক এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। শোনা যায়, কোচের সঙ্গে ব্যবধান তৈরি হওয়ায় শেষ টেস্ট ম্যাচে স্বেচ্ছায় সিডনিতে প্রথম একাদশ থেকে সরে গিয়েছিলেন। কিন্তু ওই টেস্ট ম্যাচেও অধিনায়কের ব্যাটনটা যশপ্রীত বুমরার হাতে থাকলেও ম্যাচ জিততে পারেনি ভারত।
দেশে ফিরে আসার পরে ভারতীয় দলে পারফরম্যান্স নিয়ে প্রচুর কথা উঠেছে। অভিজ্ঞ এবং বয়স্ক ক্রিকেটাররা কোনও ভাবেই নিজেদের তুলে ধরতে পারেননি। বরঞ্চ হতাশ হতে হয়েছে তাঁদের খেলা দেখে। বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা নিয়ে সমালোচনায় মুখর ছিলেন প্রত্যেকেই। দেখা যায় গত ১২ জানুয়ারি বিসিসিআইয়ের বিশেষ সভায় আলোচনা হয় নির্বাচক ও কোচের সঙ্গে। তখন রোহিত ও বিরাটের খেলা নিয়ে কথা উঠেছিল। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়, নিজেদের প্রতি আস্থা বাড়াতে অবশ্যই বিরাট, রোহিত ও অন্যান্যদের ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। এমনই বার্তা যখন রোহিত ও কোহলিদের কাছে গিয়েছে, তখনই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন ঘরোয়া ক্রিকেটে তাঁরা অংশ নেবেন। সেই কারণেই মুম্বইতে অনুশীলনে নেমে পড়েছেন রোহিত শর্মা অজিঙ্কা রাহানেদের সঙ্গে। রঞ্জি ট্রফিতে মুম্বই দল পরবর্তী ম্যাচ খেলবে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। তাহলে কি ওই ম্যাচে রোহিত শর্মাকে মুম্বই দলের হয়ে দেখতে পাওয়া যাবে?
এখানে উল্লেখ করা যেতে পারে, ২০১৫ সালের পর ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে রোহিত শর্মা মাঠে নামেননি। শেষ ম্যাচ খেলেছিলেন উত্তরপ্রদেশের বিরুদ্ধে। বর্তমানে তিনি মুম্বই দলের কোচ ওমকার সালভির তত্ত্বাবধানে অনুশীলনে নেমে পড়েছেন রোহিত শর্মা।
স্বাভাবিকভাবেই সপ্তাহের শেষে রঞ্জি ট্রফি ক্রিকেটে গ্রুপ পর্বের দু’টি ম্যাচে মুম্বই দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করা হবে। সেখানে রোহিত শর্মাকে রাখা হবে কিনা, সেদিকে সবার নজর থাকবে। যেহেতু টেস্ট ক্রিকেটে রোহিতের ব্যাট থেকে রান আসেনি, তখন নিজেই প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখবেন। অস্ট্রেলিয়া সফরে রোহিতের ব্যাট থেকে মাত্র ৩১ রান এসেছে। রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। তখন ওই আলোচনাচক্রে ছিলেন কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকর। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের এই ব্যর্থতা কেন হল, এই বিষয়ে জানতে চান অধিনায়ক রোহিত শর্মার কাছ। আর তখনই রোহিত শর্মার কাছে বার্তা পৌঁছয় ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে নতুন করে পরিচয় দিতে হবে।
সরকারিভাবে এই বার্তা না থাকলেও যখন তিনি বুঝতে পেরেছেন, তখনই সিদ্ধান্ত নেন আগামী রঞ্জি ট্রফিতে তিনি খেলবেন। এখন অপেক্ষা ঘরোয়া ক্রিকেটে রোহিত শর্মাকে মাঠে দেখা।