• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

কারা দিল নবান্ন অভিযানের ডাক, খতিয়ে দেখছে পুলিশ

পুলিশের দাবি, এই কর্মসূচির অনুমোদন চেয়ে এখনও কোনও আবেদন তাঁদের কাছে জমা পড়েনি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

নবান্ন। ফাইল চিত্র

ফের নবান্ন অভিযানের ডাক। ১৬ জানুয়ারি এই কর্মসূচির ডাক দিয়ে সমাজমাধ্যমে একাধিক পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু কারা এই কর্মসূচির ডাক দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। পোস্টার দেখেও এবিষয়ে জানা যায়নি। পুলিশের দাবি, এই কর্মসূচির অনুমোদন চেয়ে এখনও কোনও আবেদন তাঁদের কাছে জমা পড়েনি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টারে একটি স্লোগান লেখা রয়েছে। সেটি হল ‘রাত দখলের পর/ আজ দাবি দখল’। এই স্লোগান দেখে স্পষ্ট যে আরজি কর কাণ্ড সহ বিভিন্ন অভিযোগকে সামনে রেখে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। পুলিশের দাবি এই ঘটনার পিছনে বিশেষ একটি রাজনৈতিক দলের মদত থাকতে পারে।

আগামী ১৫ জানুয়ারি শেষ হবে গঙ্গাসাগর মেলা। তার ঠিক পরের দিনই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। মেলা শেষের পর সেখান থেকে পুণ্যার্থীরা বাড়ির উদ্দেশে রওনা দেবেন। এই পরিস্থিতিতে নবান্ন অভিযান চালানো হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

এবিষয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন ভরতকুমার মিশ্র নামে এক ব্যক্তি। মূলত কারা এই অভিযানের ডাক দিয়েছে তা জানতেই মামলা করা হয়েছে। ওই ব্যক্তির দাবি, আন্দোলনকারীরা প্রকাশ্যে এসে কর্মসূচির বিষয়ে বিস্তারিত ঘোষণা করুক। এছাড়াও তাঁর আবেদনে গঙ্গাসাগর মেলার প্রসঙ্গও উঠে আসে। এই পরিস্থিতিতে কর্মসূচির দিন ও স্থান পরিবর্তনের দাবি জানান ভরতকুমার। পাশাপাশি আন্দোলনের নামে ফের অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে কি না সেই বিষটিও খতিয়ে দেখার আর্জি জানান তিনি।

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে গত বছরের আগস্ট মাসে নবান্ন অভিযান চালানো হয়েছিল। সেই অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল কলকাতা সহ সংলগ্ন এলাকাজুড়ে। জখম হয়েছিলেন একাধিক পুলিশ কর্মী। এই পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেই দিকটা নজর রাখছে পুলিশের শীর্ষ কর্তারা।