চ্যাম্পিয়ান্স ট্রফি ক্রিকেট শেষ হয়ে যাবার পরেই আইপিএল শুরু হয়ে যাবে। রবিবার বোর্ডের একটি বৈঠকের পরে সভাপতি রাজীব শুক্লা জানিয়ে দিলেন আগামী ২১ মার্চ থেকে আইপিএল ক্রিকেট শুরু হয়ে যাবে। ফাইনাল খেলা হবে ২৫ মে। দুটি ম্যাচ কলকাতাতে হওয়ার কথা রয়েছে। নতুন সচিব ও কোষাধ্যক্ষ বাছাই করে নেওয়া হয়েছে। মহিলাদের প্রিমিয়র লিগ কোন কোন কেন্দ্রে হবে তা নিয়েও আলোচনা হয়।
গত বছর আইপিএল ক্রিকেট শুরু হয়েছিল ২২ মার্চ। মুখোমুখি হয়েছিল চেন্নাই ও বেঙ্গালুরু। আইপিএল ট্রফি জেতে কলকাতা। গত বছরের শেষ দিকে আইপিএলের মহা নিলাম হয়। সেখানে ১৮২ জন ক্রিকেটারকে কিনতে দলগুলো ৬৩৯.১৫ কোটি টাকা খরচ করেছে।
১০টি দলই তাদের পুরনো ক্রিকেটারদের ধরে রাখার পাশে চমক দিয়েছে। যেমন লখনউ দল ২৭ কোটি টাকায় কিনেছে ভারতের পয়লা নম্বর উইকেটরক্ষক ঋষভ পন্থকে। আইপিএল ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন ঋষভ পন্থ। আবার পাঞ্জাব ২৬.৭৫ কোটি টাকায় তুলে নিয়েছে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। তারিখ ঘোষণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সব দলের তৎপরতা শুরু হয়ে গেছে।