• facebook
  • twitter
Sunday, 12 January, 2025

ডোমজুড়ের দড়ি কারখানায় ভয়াবহ আগুন

আগুন লাগার পর স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর উদ্যোগ নেয়। তবে তাঁদের সেই চেষ্টা কোনও কাজে আসেনি। এরপর দমকল ও পুলিশকে খবর দেওয়া হয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রবিবার সকাল ১০টা নাগাদ হাওড়ার ডোমজুড়ের একটি দড়ি কারখানায় লাগল আগুন। পাকুরিয়া মোড়ের কাছে থাকা এই কারখানায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন।
জানা গিয়েছে, রবিবার সকালে কারখানার ভিতরে কাজ করছিলেন কয়েকজন কর্মী। সেই সময় সেখানে আগুন লেগে যায়। যদিও প্রত্যেককে নিরাপদে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। প্রচুর দাহ্য পাট গোডাউনে মজুত ছিল। সেই কারণে অল্প সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দেখা যায় আগুনের লেলিহান শিখা। এই কারখানার আশপাশে আরও কয়েকটি কারখানা রয়েছে। সেই কারণে এই বিধ্বংসী আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
আগুন লাগার পর স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর উদ্যোগ নেয়। তবে তাঁদের সেই চেষ্টা কোনও কাজে আসেনি। এরপর দমকল ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের ইঞ্জিন।
কীভাবে এই কারখানায় আগুন লাগল তা জানার চেষ্টা করছেন দমকল কর্মীরা। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল সূত্রে খবর, গোডাউনে প্রচুর পরিমাণে পাট মজুত ছিল। সেখানে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।