৬৯তম সিনিয়র ভলিবল প্রতিযোগিতায় বাংলার ছেলেরা ছিটকে গেল। ডি গ্রুপে রানার্স হয়েছিল বাংলা। নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে যাবে। তাই বাংলার ছেলেরা গ্রুপ পর্বে খেলে বিদায় নিতে বাধ্য হয়েছে। চারটি ম্যাচের মধ্যে বাংলা তিনটিতে জিতেছিল।
কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন অন্ধ্রপ্রদেশ চারটি ম্যাচেই জিতে যায়। তবে বাংলা ব্যর্থ হলেও খেলায় নজর কেড়েছেন শঙ্কর নস্কর, কুশল মুন্সি ও স্যাফ আলি। যদিও বাংলার মেয়েরা পৌঁছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। রবিবার বাংলার মেয়েরা খেলতে নামবে।