অস্ট্রেলিয়া সফরের মাঝে অবসরের কথা ঘোষণা করেন ভারতের বোলার রবিচন্দ্রন অশ্বিন। হঠাৎ সেই পথে হাঁটতে চলেছেন আর এক বোলার রবীন্দ্র জাদেজা। তিনি সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা স্টোরি আপলোড করে এমন কথার আভাস দেন। এখানে উল্লেখ করা যেতে পারে, রবীন্দ্র জাদেজা গত বছর বিশ্ব জয় করার পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ইতিমধ্যে ৭৭টি টেস্ট খেলে ফেলেছেন। তাহলে কি এবারে লাল বলের ক্রিকেট থেকে তিনি সরে দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করতে চলেছেন।
এই নিয়ে ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় তিন টেস্ট ম্যাচে রবীন্দ্র জাদেজা মাত্র চারটি উইকেট পান। ব্যাট হাতে তিনি ১৩৫ রানকরেন। তাঁর পারফরম্যান্সেনিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন অনেকেই। শোনা যায় রবীন্দ্র জাদেজার জায়গায় তরুণ ক্রিকেটার জায়গা দেওয়ার পক্ষপাতি নির্বাচকরা। আগামী ২০২৭ বিশ্বকাপ ক্রিকেটের কথা মাথায় রেখে তরুণদের উপর ভরসা রাখতে চাইছেন কোচ গৌতম গম্ভীর। হয়তো সেই কারণে নীতিশ রেড্ডিকে দলে আনা হয়। বক্সিং ডে টেস্ট ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে শতরান। কিন্তু এখন প্রশ্ন নীতিশের মতো ক্রিকেটাররা টি-টোয়েন্টি বা একদিনের ক্রিকেটে সাফল্য তুলে আনতে পারবেন?
এদিকে প্রাক্তন ক্রিকেটাররা বলতে শুরু করেছেন, সামনে ভারতের সঙ্গে ঘরের মাটিতে ইংল্যান্ডের খেল রয়েছে। সেখানে তরুণ ক্রিকেটারদের দেখে নেওয়া যেতে পারে। তারকা ক্রিকেটারদের সঙ্গে তরুণদের সমন্বয় গড়ে তুলতে হবে। তা না হলে ভারতীয় দলে সাফল্য আসা কঠিন ব্যাপার। হয়তো এই সব কথাবার্তায় ক্রিকেটোর রবীন্দ্র জাদেজা বিচলিত হয়ে অশ্বিনের পথ ধরে অবসর নিতে আগ্রহ প্রকাশ করতে পারেন।