কয়েক সপ্তাহ পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল আম আদমি পার্টি। বিজেপির বিরুদ্ধে ভোটারদের টাকা বিলির অভিযোগ তুলেছে আপ। শুধু তাই-ই নয়, এই টাকা বিলিতেও কারচুপি করেছে গেরুয়া শিবিরের নেতারাম এমনটাই দাবি আম আদমি পার্টির।
আপের অভিযোগ, বিজেপি প্রত্যেক ভোটারকে দেওয়ার জন্য ১০,০০০ টাকা পাঠিয়েছিল, কিন্তু তাদের নেতারা পকেটে পুরেছেন ৯,০০০ টাকা এবং ভোটারদের মাত্র ১,০০০ টাকা দিয়েছেন। শুক্রবার এমনই দাবি করেছেন আপ রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লি সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ।
সঞ্জয় সিং বিজেপিকে অপমানজনক দল বলে আক্রমণ করেন। তিনি বলেন, ‘অপমানজনক দলের কিছু নেতা ভোট কিনতে দিল্লিতে প্রত্যেকে ১০০০ টাকা করে বিতরণ করেছেন। এই বিষয়টি নিয়ে পুরো দিল্লি জুড়ে আলোচনা হচ্ছে। প্রকাশ্যে ভোট কেনার চেষ্টা করা হয়েছিল। সূত্র থেকে আমরা যে তথ্য পেয়েছি, তা আরও গুরুতর। অপমানজনক দলের নেতারা বিতরণের জন্য প্রত্যেকে ১০,০০০ টাকা করে দিয়েছিলেন। হার অবশ্যম্ভাবী জেনে নেতারা ভোটারপিছু ৯০০০ টাকা করে নিজেদের পকেটে ভরেছেন।
রাজ্যসভার সাংসদ বলেন, আমি অপমানজনক দলকে বলতে চাই যে তারা যেন সত্যটি জনগণের সামনে তুলে ধরে। ওদের দিল্লি এবং দেশের জনগণকে বলা উচিত, ভোটারপিছু ১০,০০০ টাকা করে পাঠানো হয়েছিল, আপনারা কেন পুরো টাকা বিতরণ করেননি? কেন আপনারা জনসাধারণের কাছ থেকে ৯,০০০ টাকা করে নিলেন? ওই সব নেতারা টাকা দিয়ে ভোট কিনতে আসলে আপনারা বলবেন, নেতারা তো ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন, তার মধ্যে ৯ হাজার টাকা কোথায়? আমাদের দাও। দিল্লির জনগণকে কেলেঙ্কারির মুখোশ উন্মোচন করতে হবে।
এর আগে আপ নয়াদিল্লি আসন থেকে কেজরিওয়ালের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রবেশ ভার্মার বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ এনেছিল। যদিও বিজেপি প্রার্থী দাবি, তিনি তাঁর বাবার সংস্থার মাধ্যমে দরিদ্র মহিলাদের সাহায্য করেছেন। কেজরিওয়াল নির্বাচন কমিশনে গিয়ে প্রবেশ ভার্মার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। কেজরিওয়াল বলেন, প্রবেশ ভার্মাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া উচিত। তাঁর বাড়িতে কত টাকা আছে তা জানতে অবিলম্বে অভিযান চালানো উচিত।