• facebook
  • twitter
Friday, 10 January, 2025

বড় পদ পেতে প্রত্যাশী তৃণমূলের হুমায়ুন কবীর

তৃণমূলের অন্দরের খবর, খুব শীঘ্রই দলে রদবদল হতে চলেছে। আর তার আগে নিজের ঢাক নিজেই পেটালেন মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর। ফাইল চিত্র।

কয়েক মাস ধরেই তৃণমূলে রদবদল নিয়ে জল্পনা চলছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতারা কৌশলে রদবদলের প্রসঙ্গ তুলেছেন। যদিও খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে মুখ খোলেননি। তৃণমূলের অন্দরের খবর, খুব শীঘ্রই দলে রদবদল হতে চলেছে। আর তার আগে নিজের ঢাক নিজেই পেটালেন মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।

কোনও রাখঢাক না রেখে হুমায়ুন সাফ জানিয়ে দিলেন, জেলা তৃণমূলের দায়িত্ব পেতে চান তিনি। একই সঙ্গে তাঁর সাফ কথা, শাওনি-আবু তাহেরের কাছ থেকে তিনি কোনও অংশেই কম নন। সরাসরি কোনও পদ না চাইলেই হুমায়ুন যে জেলাস্তরের গুরুত্বপূর্ণ কোনও পদের আবদার করছেন, তা কমবেশি সকলেই বুঝতে পারছেন। যদিও এনিয়ে এখনই মুখ খুলতে নারাজ মুর্শিদাবাদ জেলা তৃণমূলের নেতারা।

তবে সরাসরি নাম নিয়েই হুমায়ুনকে কটাক্ষ করেছেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাদের। তিনি বলেন, আমি বড় কিছু হতে চাই না। আমি একজন সাধারণ কর্মী, ছোট কর্মী হয়ে থাকতে চাই। হুমায়ুন সাহেবের মতো ওতো উচ্চতর কর্মী হওয়ার যোগ্যতা আমার নেই। আমি যতটুকু আছি, সেখানেই ভাল আছি।

গত কয়েক মাস ধরেই সংবাদ শিরোনামে রয়েছে হুমায়ুন কবীর। মূলত দলের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণেই খবরে এসেছেন তিনি। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমকও খেয়েছেন তিনি। এছাড়া শোকজের পাশাপাশি হুমায়ুনের নিরাপত্তাতেও কাটছাঁট করা হয়েছে।

হুমায়ুন বলেন, এর আগে এখানে যাঁরা সংগঠনের দায়িত্ব পালন করেছেন, আবু তাহের খান, শাওনি সিংহ রায় এখন যিনি করছেন, তাঁদের থেকে যে আমার অভিজ্ঞতা কোনও অংশেই কম নয়। সেটা যদি দল মনে করে, আমাকে দায়িত্ব দিলে দল উপকৃত হবে, তাহলে আমি সেই দায়িত্ব নেব।