• facebook
  • twitter
Thursday, 9 January, 2025

মুখ্যমন্ত্রী চাকরির নিয়োগপত্র তুলে দিলেন ফুটবলারদের হাতে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ দেব ও জুনি মালিয়া সহ অন্যরা। এখানে উল্লেখ করা যেতে পারে, ফুটবলাররা পুলিশে চাকরি পাচ্ছেন।

নিজস্ব চিত্র

বাংলার ফুটবলাররা সন্তোষ ট্রফি জিতে ইংরাজি নববর্ষকে স্বাগত জানিয়েছিলেন। দীর্ঘ কয়েক বছর বাদে জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল। চ্যাম্পিয়ন বাংলা দলের ফুটবলাররা তখনই প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, আমাদের একটা চাকরি দেওয়া হোক। সফল ফুটবলারদের আবেদন শুনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মুখ্যমন্ত্রী সফল ফুটবলারদের সঙ্গে কোচ সঞ্জয় সেনকে নবান্নে ডাকেন। সবার সঙ্গে পরিচিত হওয়ার পরেই মুখ্যমন্ত্রী তাঁদের হাতে ব্লেজার তুলে দেন এবং ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেন। এবং বলেন, প্রত্যেককেই চাকরি দেওয়া হবে। সেই কথা মতো আটদিন বাদে অর্থাৎ বুধবার সরকারি চাকরি পেয়ে গেলেন ফুটবলাররা। এদিন ধনধান্য প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে ফুটবলারদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের অনুষ্ঠানে বাংলার প্রায় সব ফুটবলারই হাজির ছিলেন। কোচ সঞ্জয় সেন খোলায়ড়দের সঙ্গে মঞ্চে ছিলেন। সন্তোষ ট্রফিটা অনুষ্ঠান মঞ্চে শোভা পাচ্ছিল। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা এবার ভারতসেরা জাতীয় ফুটবলে। এই প্রাপ্তি আমাদের গর্ব। বাংলার ফুটবল যে এগিয়ে চলেছে, তা প্রমাণিত হল। রাজ্যের নাম উজ্জ্বল করেছে বাংলার ছেলেরা। আমরা সরকারের পক্ষ থেকে ফুটবলারদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিতে পারলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ দেব ও জুনি মালিয়া সহ অন্যরা। এখানে উল্লেখ করা যেতে পারে, ফুটবলাররা পুলিশে চাকরি পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সাব-ইন্সপেক্টর ও কনস্টেবলের পদে চাকরি দেওয়া হচ্ছে। পাশাপাশি, বলতে পারা যায়, বাংলার ফুটবলাররা সেই অর্থে একেবারে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। চাকরি পাওয়াতে পরিবারে কিছুটা স্বস্তির আবহাওয়া তৈরি হতে পারে বলে বিশ্বাস। ইতিমধ্যেই বাংলার ফুটবলারদের প্রতি বড় ক্লাবগুলোর কর্মকর্তাদের নজর পড়েছে। ইতিমধ্যে রবি হাঁসদাকে মহমেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা সই করিয়ে নিয়েছেন এবং রবি অনুশীলনে নেমে পড়েছেন। আগামী দিনে হয়তো অনেক ফুটবলারদের প্রতি নজর থাকবে বড় ক্লাবগুলির কর্মকর্তাদের।