নিজের টাকা নিজেই চুরি করে পুলিশে অভিযোগ! বিষয় খতিয়ে দেখতেই পুলিশের জালে হাওড়ার প্রৌঢ়।
পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে রাস্তা থেকে চুরি যায় হাওড়ার বালির বাসিন্দা হিমাদ্রী দাসের ৬১ হাজার টাকা। পিঠের ব্যাগ কেটে চুরি করা হয় টাকা। তারপর সেই টাকা তিনি ফেরত পান চাঁদনিচকের কাছে। এর পরেই ঘটনার বিবরণ দিয়ে নিজেই পুলিশের দ্বারস্থ হন বালির প্রৌঢ়।
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারীর কথায় প্রথম থেকেই অসঙ্গতি ছিল। সেই কারণে গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশনের কর্তারা তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদও করেন। আর তাতেই বেরিয়ে আসে প্রৌঢ়ের কীর্তি। পুলিশি জেরার মুখে হিমাদ্রী নিজেই স্বীকার করেন, সে নিজেই অফিসের টাকা চুরি করে পুলিশে অভিযোগ দায়ের করেছে। যাতে অফিসে সেই টাকা আর ফিরিয়ে দিতে না হয়। সেই টাকার অপব্যবহার করেছেন তিনি নিজেই। তার পরেই পুলিশকে ভুল তথ্য দেওয়া এবং টাকা চুরির অপরাধে গ্রেপ্তার করা হয় বালির বাসিন্দা হিমাদ্রীকে।