ফেব্রুয়ারি মাসের ৫–৬ তারিখ রাজ্যে আয়োজিত হতে চলেছে বাণিজ্য সম্মেলন। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার প্রশাসনিক কর্তাদের নিয়ে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মমতা সম্মেলনের প্রস্তুতি সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট নেবেন।
গত কয়েকমাস ধরে শিল্প সম্মেলনের জন্য প্রশাসনিক কর্তাদের একাধিক দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত প্রস্তুতির কাজও বৈঠকে খতিয়ে দেখতে পারেন মমতা। নবান্নে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সহ রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ কর্তা।
এছাড়াও পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের প্রতিনিধিদেরও বৈঠকে ডাকা হয়েছে। বাণিজ্য সম্মেলনের জন্য নতুন একটি ‘রিটেল’ নীতি তৈরি করছে রাজ্য সরকার। এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পেশ করা হতে পারে। মুখ্যসচিবের পেশ করা এই রিপোর্টে মমতা অনুমোদন দিলে রাজ্যে বিনিয়োগ ও শিল্পোন্নয়ন আরও ভালোভাবে করা যাবে বলে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের প্রতিনিধিদের কাছ থেকে সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, শিল্পোন্নয়ন ও বিনিয়োগের পরিকাঠামো উন্নয়ন করতে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা কতদূর এগোল সেই সম্পর্কেও বৈঠকে আলোচনা করা হবে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই বাণিজ্য সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।