প্রতি বছরের মতো এবারও জানুয়ারি মাসে প্রকাশিত হল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাব ধরে এই তালিকা তৈরি করা হয়েছে। এবারের ভোটার তালিকায় নতুন ভোটার রয়েছেন ১০ লক্ষ ৭৮ হাজার। তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্রায় সাত লক্ষ ভোটারের নাম। সোমবার রাজ্য নির্বাচন দপ্তর থেকে সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন সেই তালিকা থেকে বাদ পড়েছে ৬ লক্ষ ৯৬ হাজার ৬৭০ জনের নাম। যার মধ্যে দু’জায়গায় নাম ছিল এমন ৯ হাজার ১৩০ জনের নাম নতুন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ফলে এই মুহূর্তে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার রয়েছেন ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ৭৪৩ জন। আর ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১ জন মহিলা ভোটার। এই মুহূর্তে রাজ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ হাজার ৮১১ জন।
কিন্তু কেন এমন বিপুল সংখ্যক ভোটার তালিকা থেকে বাদ পড়লেন? এবিষয়ে জানা গিয়েছে, এবার নির্বাচন কমিশন রাজ্যের চার লক্ষ ভোটারকে নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করেছে। কারণ এদের মধ্যে বেশিরভাগ ভোটারের মৃত্যু হয়েছে। এছাড়া অন্য রাজ্যে চলে গিয়েছেন আরও প্রায় তিন লক্ষ ভোটার। সেখানে ভোটার স্থানান্তর করতেই রাজ্যের তালিকা থেকে তাঁদের নাম বাদ গিয়েছে। পাশাপাশি প্রায় ৯ হাজার ভোটারের দুই জায়গায় নাম রয়েছে। সেজন্য তাঁদের এক জায়গা থেকে নাম বাদ পড়েছে। উল্লেখ্য, বর্তমানে দেশে চার বার ভোটার তালিকায় নাম সংযোজন ও বিয়োজন করা হয়। এরপর এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাসে পুনরায় এই সংশোধনের কাজ করা হবে।
প্রসঙ্গত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর গত মাসেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দপ্তরে গিয়েছিল বিজেপির একটি প্রতিনিধিদল। সেখানে রাজ্যের ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন গেরুয়া শিবিরের প্রতিনিধিরা। দাবি করা হয়, রাজ্যের খসড়া ভোটার তালিকায় প্রায় ১৭ লক্ষের নাম দুই জায়গায় রয়েছে। বহু জায়গায় মৃত ভোটারের নাম তালিকায় থেকে গিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এমনকি ৩২ হাজার ৮৮৬ ভোটারের একই সচিত্র পরিচয়পত্র অথচ ভোটার তালিকায় পৃথক জায়গায় নাম রয়েছে বলে দাবি করা হয়েছে।
বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সম্পূর্ণ দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের ওপর। তিনি দাবি করেন, জাল নথি দেখিয়ে বা ভুয়ো নামে ভোটার তালিকায় নাম উঠছে কি না, সে সব কিছু দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের।
এদিকে সম্প্রতি বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে রাজ্য ও দেশে বেশ কয়েকজন জঙ্গি ধরা পড়েছে। তারা ভারতের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে এদেশে বসবাস করার অভিযোগ উঠেছে। যার জেরে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।