• facebook
  • twitter
Wednesday, 22 January, 2025

খড়্গপুরে বেআইনি টোটোর দোকান সিল করল আরটিও

দোকানের মালিক অশোক দে জানান, তাদের বিক্রি করা ৩৫০-৪০০ টোটোর মধ্যে ২০-২৫টি টোটোর রেজিস্ট্রেশন হয়নি। রেজিস্ট্রেশন না থাকায় আরটিও তাদের দোকান সিল করে দিয়েছেন।

প্রতীকী চিত্র

বেআইনি টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় রাস্তাঘাটে যানজট বাড়ছে। দমকল, অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবা বাধাপ্রাপ্ত হচ্ছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। তাই রাজ্য সরকারের নির্দেশে বেআইনি ই-রিকশা বা টোটো বন্ধ করতে এবার অভিযানে নামলো পরিবহন দপ্তর।

রবিবার পশ্চিম মেদিনীপুর আরটিও সন্দীপ সাহার নেতৃত্বে পরিবহন দপ্তরের একটি দল খড়্গপুর লোকাল থানার অন্তর্গত পানাছত্রে অবৈধ ই-রিক্সা বিক্রির দোকানে অভিযান চালিয়ে দোকানটি সিল করে দেন। আরটিও সন্দীপ সাহা বলেন, রাজ্য সরকারের নির্দেশে আমরা আজকে অভিযান চালিয়েছি। এই দোকানে প্রচুর গাড়ি অবৈধভাবে বিক্রি হয়েছে। কিন্তু কোনো স্টক ও সেল রেজিস্টার কিছুই নেই। শুধু একটা ট্রেড লাইসেন্স আছে। আমরা আজকে দোকান সিল করে দিলাম। ২১টি টোটো এবং ২৩টি ই-স্কুটার বাজেয়াপ্ত করা হয়েছে। দোকান মালিককে বলা হয়েছে রেজিস্ট্রেশন করে গাড়ি বিক্রি করতে। দোকান মালিককে যাবতীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে। সবকিছু খতিয়ে দেখে আমরা জরিমানা ধার্য করব।

দোকানের মালিক অশোক দে জানান, তাদের বিক্রি করা ৩৫০-৪০০ টোটোর মধ্যে ২০-২৫টি টোটোর রেজিস্ট্রেশন হয়নি। রেজিস্ট্রেশন না থাকায় আরটিও তাদের দোকান সিল করে দিয়েছেন। তার অভিযোগ বহু দোকান অবৈধভাবে টোটো বিক্রি করছে। তার আরো অভিযোগ, কোম্পানির টিসিআর থাকা সত্ত্বেও তাদের দোকান সিল করা হয়েছে।

আরটিও বলেন, কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। এর আগে জেলায় তিনটি দোকান সিল করা হয়েছিল। বেআইনি টোটো বিক্রি বন্ধ করতে অভিযান জারি থাকবে।