• facebook
  • twitter
Wednesday, 8 January, 2025

আগামী মাসে ঢাকা সফরে পাক বিদেশমন্ত্রী 

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের সমীকরণে নয়া পদক্ষেপ। আগামী মাসে বাংলাদেশে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইশাক দার। বাংলাদেশের আমন্ত্রণেই পাক বিদেশমন্ত্রীর এই সফর।শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম  সরকারি সূত্র উদ্ধৃত করে এই খবর প্রকাশ করে।দারের এই সফরকে ‘উপমহাদেশের রাজনীতিতে মোড় ঘোরানো ঘটনা’ বলে উল্লেখ করা হয়েছে। 

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের সমীকরণে নয়া পদক্ষেপ। আগামী মাসে বাংলাদেশে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইশাক দার। বাংলাদেশের আমন্ত্রণেই পাক বিদেশমন্ত্রীর এই সফর।শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম  সরকারি সূত্র উদ্ধৃত করে এই খবর প্রকাশ করে।দারের এই সফরকে ‘উপমহাদেশের রাজনীতিতে মোড় ঘোরানো ঘটনা’ বলে উল্লেখ করা হয়েছে। 

 
ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে বাংলাদেশ। প্রকাশ্যে আসে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের একাংশের পাকিস্তান-সখ্যতা।  বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বাংলাদেশকে ‘ফিরে পাওয়া হারানো ভাই’ বলে অভিহিত করেছিলেন পাক বিদেশমন্ত্রী ইশাক দার। পাকিস্তানের বিদেশমন্ত্রী বৃহস্পতিবার জানান, বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে তাঁর এই সফর। ইউনূসও প্রধানমন্ত্রী শাহবাজ়ের আমন্ত্রণ গ্রহণ করে সুবিধেমতো সময়ে ইসলামাবাদে যাওয়ার প্রতিশ্রুতি দেন।  পাক সংবাদমাধ্যমের দাবি, আগস্টে ঢাকায় ‘ভারত-অনুগত সরকারের উচ্ছেদের পরে’ বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে জোয়ার এসেছে।  
 
মুক্তিযুদ্ধের ইতিহাস সরিয়ে রেখে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইছে মুহাম্মদ ইউনূস সরকার। কায়রোয় ডি-৮ সংগঠনের শীর্ষ বৈঠকে যোগ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সম্প্রতি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার পাশাপাশি বাণিজ্যিক ও আত্মিক যোগাযোগ বাড়ানো নিয়েও দুই নেতার কথা হয়।

এই বাংলাদেশ ও পাকিস্তানের এই নয়া সমীকরণে নরেন্দ্র মোদী সরকারের বিদেশনীতিকে দায়ী করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। ভারতের গোয়েন্দাদের অভিযোগ,  ঢাকায় নতুন করে সক্রিয় হয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। ইউনূস সরকার জঙ্গিদের সম্পর্কে নরম মনোভাব নেওয়ায় জেহাদি সংগঠনগুলিও ঐক্যবদ্ধ হচ্ছে। 

২০১২ সালের পর এই প্রথম পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে যাচ্ছেন। কূটনৈতিক দিক থেকেও এই সফর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ এবং পাকিস্তানের এই ঘনিষ্ঠতা প্রভাব ফেলতে পারে ভারত-বাংলাদেশ সম্পর্কে।  পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য সম্পর্কও উন্নত করেছে বাংলাদেশ। এই দুই দেশের নতুন করে ঘনিষ্ঠতা গড়ে উঠলে ভারতের নিরাপত্তার পক্ষেও তা উদ্বেগের কাৰণ হতে পারে।