• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

ওড়িশার নয়াগড়ে শাবক-সহ বিরল কালো চিতা, উল্লসিত বনদপ্তর  

বিরল চিতার সন্ধান মিলল ওড়িশার জঙ্গলে। বনদপ্তরের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। শাবক মুখে ধরে জঙ্গলে চলাফেরা করতে দেখা যায় তাকে। এই বিরল প্রজাতির চিতার সন্ধান মেলায় উল্লসিত বনদপ্তর। কালো এই চিতার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্য বনপাল, (বন্যপ্রাণ) প্রেম কুমার ঝা। পোস্টে তিনি লেখেন, 'মধ্য ওড়িশায় শাবক-সহ একটি বিরল মেলানিস্টিক চিতাবাঘ দেখা গিয়েছে, যা এই অঞ্চলের অবিশ্বাস্য এক জীবজগতের প্রতিফলন।

Advertisement

Advertisement