• facebook
  • twitter
Wednesday, 8 January, 2025

নন্দীগ্রামে উদ্ধার মহিলার নলিকাটা দেহ

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুর থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় মহিলার নলি কাটা দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ফাইল চিত্র

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুর থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় মহিলার নলি কাটা দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, হরিপুরের নবনির্মিত রেললাইনের পাশে ফিশারির ঝিলের কাছে মহিলার দেহ দেখতে পান স্থানীয়েরা। তারপর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

সূত্রের খবর, মহিলার চোখ ভারী কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। কাটা হয়েছে গলার নলিও। একই সঙ্গে শরীরে মিলেছে একাধিক ক্ষত চিহ্নও। সূত্রের খবর, যে জায়গায় মহিলার দেহ পাওয়া গিয়েছে সেখানে প্রায়ই পিকনিক হয়। শুক্রবারও পিকনিক ছিল সেই এলাকায়। কাছেই রয়েছে এক পোড়ো বাড়ি। সেই বাড়িতে মহিলাকে খুন করে ফাঁকা জায়গায় ফেলা হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।