• facebook
  • twitter
Tuesday, 7 January, 2025

রবিবার থেকে শুরু হচ্ছে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা

মহিলা দলে রয়েছেন, কিরণ যাদব (অধিনায়ক), কুসুম ধানুকা, সুস্মিতা কপাট, নেহা সিং, আভান্তি বর্ধন, মনি আদলে, অমৃতা দে, পারমিতা ঘোষ, নাসরিন সুলতানা, অনন্যা মণ্ডল, নিমা ডোমা ভূটিয়া ও সিমরঞ্জিত কৌর ধিলোঁ। কোচ কৌশিক সাহা ও প্রিয়াঙ্কা কুমারী।

ফাইল চিত্র

৭৪তম সিনিয়র পুরুষ ও মহিলা বিভাগের জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা আগামী রবিবার থেকে শুরু হচ্ছে গুজরাতের ভাবনগরে। এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি। বাংলা দলে পুরুষ ও মহিলা খেলোয়াড়রা অংশ নিতে শুক্রবার রওনা দিয়েছেন গুজরাতের উদ্দেশ্যে।

বাংলার পুরুষ দলে রয়েছেন রোশন পাঞ্চাল, মনীশ রজক (অধিনায়ক), গোপাল শর্মা, প্রণয় মণ্ডল, আশিস বি রেনাপুরকার, সৌভিক ভুঁনিয়া, ওম প্রঙ্গ্যা, রৌনক সিং, বিনোদ রজক, আদিত্যরাজ সিং, সুমিত শাহ ও ধর্মেন্দ রজক। কোচ যোশেফ গোমেজ ও চন্দ্রনাথ পাল।

মহিলা দলে রয়েছেন, কিরণ যাদব (অধিনায়ক), কুসুম ধানুকা, সুস্মিতা কপাট, নেহা সিং, আভান্তি বর্ধন, মনি আদলে, অমৃতা দে, পারমিতা ঘোষ, নাসরিন সুলতানা, অনন্যা মণ্ডল, নিমা ডোমা ভূটিয়া ও সিমরঞ্জিত কৌর ধিলোঁ। কোচ কৌশিক সাহা ও প্রিয়াঙ্কা কুমারী। দলের ম্যানেজার হয়েছেন সমাপ্তি সরকার।