• facebook
  • twitter
Tuesday, 7 January, 2025

পালাতে গিয়ে ১২০ ফুট গভীর অবৈধ কয়লা খনিমুখে পড়ে নিখোঁজ

প্রায় ১২০ ৩০ ফুট গভীর রয়েছে এই পরিত্যক্ত অবৈধ কুয়ো খাদ টি। আর দীর্ঘদিন ধরে এই অবৈধ খনি মুখ বন্ধ থাকায় সেখানে মারণ গ্যাস থাকতে পারে বলেও অনেকেই অনুমান করছেন।

নিজস্ব চিত্র

জামুরিয়ার কুনুস্তোড়িয়া এরিয়ার নর্থ সিয়ারসোল খোলা মুখ খনির পাশেই শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ এক পরিত্যক্ত অবৈধ কয়লা খনির খনি মুখে ছুটে পালাতে গিয়ে খনিগহ্বরের প্রায় ১২০ ফুট গভীরে বছর আটত্রিশের রানীগঞ্জের মহাবীর কোলিয়ারির যাদব পাড়ার বাসিন্দা ভীষম রায় নামের এক ব্যক্তির নিখোঁজ হয়ে যাওয়ার দাবি করল মহাবীর কোলিয়ের এই এলাকার বাসিন্দারা।

এদিন এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয়েছে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও জামুরিয়া থানার পুলিশ প্রশাসনের সঙ্গেই রানীগঞ্জ ফায়ার ব্রিগেডের বিশেষ দল। যেহেতু এলাকাটি খুবই বিপদজনক ও গভীর রয়েছে সে কারণেই দমকল বিভাগ থেকে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন ও রেস্কিউ টিম এই উদ্ধারের জন্য কোনরূপ কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না।

জানা গেছে, প্রায় ১২০ ৩০ ফুট গভীর রয়েছে এই পরিত্যক্ত অবৈধ কুয়ো খাদ টি। আর দীর্ঘদিন ধরে এই অবৈধ খনি মুখ বন্ধ থাকায় সেখানে মারণ গ্যাস থাকতে পারে বলেও অনেকেই অনুমান করছেন।

এ মুহূর্তে এলাকায় অসংখ্য মানুষ ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধারের দাবি করেছেন। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন রানীগঞ্জের ৩৭ নাম্বার ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর তথা রানীগঞ্জের শহর তৃণমূল ব্লক সভাপতি রুপেশ যাদব, কয়লা খনি শ্রমিক সংগঠনের তৃণমূল ট্রেড ইউনিয়নের স্থানীয় নেতৃত্ব লালু মাজি সহ আরো অনেকে। সকলেই ওই নিখোঁজ ব্যক্তির দ্রুত খোঁজ করার দাবি করেছেন। পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষ এই অবৈধ খনি মুখ এখনো কেন ভরাট করেনি তা নিয়েও প্রশ্ন করেছেন।